হাতের লেখাও দিন দিন আমার কাছে থেকে দুরে যাচ্ছে। সময় পাল্টেছে, হাতে কলমের পরিবর্তে কী-বোর্ড মাউস, টাচ প্যাড ও অন্যান্য ডিভাইস এসেছে। একারনেই হাতের লেখার তেমন কোন যত্নই আর করা হয়না।আরো নানাবিধ কারন তো আছেই। প্রতিটি কারনই একটার সাথে আরেকটার সম্পর্কিত। আমাদের বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। কিছু স্বভাব কিছু চিত্রকর্ম কাজের সুযোগ ও আমাদের দৈনন্দিন রুটিনে একটি বিশাল পার্থক্য নিয়ে এসেছে। এখন হাতের লেখা মানেই দায়সারা কার্মকান্ড। কোন উপায় না দে্যেখ লিখতে হয়। লেখার মানেই হচ্ছে কালি ও কলমের মেলবন্ধনের মাধ্যমে আমাদের কিছু দরকারী বিষয় লিপিবদ্ধ করা । এখন এই দরকারী জিনিসের মাঝে নানা রকমের ভাগ তৈরী হচ্ছে আমাদের মাঝে। কোথাও গেলে আগে যেখানে কলম খাতা খুজতে হতো । এখন সেখানে হাতে থাকা মোবাইল ফোন কিংবা টাচ প্যাড এর মাধ্যমেই সকল সমস্যার সমাধান খুজি। আর এ কারনেই কলম খাতা থেকে আমরা অনেক দুরে। সময়ের সাথে প্রযুক্তি এত সহজলভ্য হয়েছে যে, দীর্ঘসময়ের গুরুত্বপূর্ণ জিনিসও গুরুত্ব হারাচ্ছে। আমরা বুঝতেই পারিনি। ছোট বেলায় আমাদের লেখা ভালো করার প্রতিযোগীতা হতো। কার হাতের লেখা কত সুন্দর।...