বারবার কেন জানি আমরা একটুৃ বেশীই মানুষদের আপন করে ফেলি। পাশের দেশের মানুষের সাথে আমাদের যে সম্পর্ক এটা ভালো থাক সবসময় এটা আমরা চাই তবে নিজের সব দিয়ে কেন? নিজের সার্বভৌম হমুমকির মুখে ফেলে কেন বার বার আমরাই দান করে যাই । সময়ের বেড়াজালে আমাদের অভ্যন্তারীন দন্দ্ব এবং এর সাথে অনেক ঘটনার কারণে যদি নিজেকে বারবার বিপদের দিকে ঠেলে দেই সেটা খুব বেমী ঝুকি বয়ে আনতে পারে । আমাদের সীমান্ত নীতি আমাদের রাস্ট্রীয় নীাতি সব কিছুতেই নিজেদের স্বার্থকে একটু ভেবে দেখা উচিত বলে আমার মনে হয়।রোহিঙ্গা সমস্যায় আমরা এমনিতে জর্জরিত। তার পরে আবার নতুন করে সেই দেশের সেনাদের এইদেশে আশ্রয় দেওয়া আমাদের বিপদকে আরো কঠিন করে তুলবে। আমাদের দুর্বল ও মানবিক পাররাস্ট্রনীতির কারণে আমাদের দেশে কয়েক লক্ষ রোহিঙ্গা আশ্রয় দেওয়া হয় কিন্তু প্রায় ৫ বছর এর উপরে হয়ে গেছে কোন রোহিঙ্গা কে সে দেশে পাঠানোর কোন ব্যবস্থা করা সম্ভব হয়নি । এবার যারা আসছেন তাদের কে নিয়ে সংকট আরো বাড়বে বলে মনে হয়।
কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...

Comments
Post a Comment
thank you for your comments