অবমুল্যায়িত হবার গল্প। সময়ের সাথে অনেক গল্প চলে আসে , অনেক মুহূর্ত চলে আসে যেগুলো আমরা কেউ ই চাই না তবে হয়ে যায়। কোন কোনবাবে আমরা গল্পের সাথে মিশে যাই । এর মিশে যাওয়ার কারণেই চলে আসে নানান রকমের চাওয়া পাওয়ার গল্প। আমাদের মুস্তিষ্ক এর সাথে এর বিশাল যোগসূত্রও আছে বলে আমি বিশ্বাস করি।আমার কথা কেউ মনে রাখবে না জেনেও নিজেকে অণ্যর মনের উপর জায়গা নিজে নিজে জায়গা দিরেত চাই। এর ফল স্বরুপ আমাদের দীর্ঘ সময় বোগ করতে হয়। আমাদের ছোট ছোট গল্পগুলা একদিন পূর্ণতা পাবে। সেই আশায় দিনগুনতে থাকা মানুষগুলা যখন কিছু পায়না তখন বিশ্বাসটা ভেঙ্গে যা্য়। আর বিশ্বাস এমন একটা জিনিসি যেটা ভেঙ্গ গেলে আর ফিরে পাওয়া যায়না। আমি বিশ্বাস কর িযাদরে সাথে আমরা একসুত্রে গাথা হিসেবে চলাফেরা করি তাদের কাছ থেকে এটা আশা করা অন্যায় কিছু বলে আমার মনে হয়না । এটা একটা স্বাভাবিক প্রক্রিওয়া বলেইে মনে করি। আমি হয়তো আমার লেখায় আমার পক্ষে হাজারোটা যুক্তি পাবো এটা যেমন ঠিক তেমনি অনেক বেশীই কি প্রত্যাশা করে ফেলি? আমার লেখা এবং বলায়
কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...
Comments
Post a Comment
thank you for your comments