নিজেকে অনেক সময় অসহায় মনে হয়। প্রকৃতি এর খেলায় বার
বার কেন হেরে যাই বুঝি না ? জীবনে যত কিছু চেয়েছি তার মাঝে বড় গুলো না পেয়ে ছোট গুলো
পেয়ে গেছি । এটা অস্বীকার করার কোন উপায় নেই। তবে মন যে বড় গুলো করতে চায়। করতে চাওয়ার
চেয়ে বলতে হয় পেতে চায়। কিন্তু অনেক জায়গায় যোগ্যতা টা আর হয়ে ওঠেনা। সুধু হতাশা বারে
সময়ের সাথে মিশে জেতে ইচ্ছে করে । কেন আমার হচ্ছেনা ? কোন জবার নেই।
Comments
Post a Comment
thank you for your comments