Sunday, January 5, 2020

কেন বইয়ের সাথে এত দুরুত্ত্ব ?

বর্তমান সমাজের আমরা বইয়ের  সাথে  এত  দুরুত্ত্ব    তৈরি করে ফেলেছি , যে অন্য কোণ বস্তুর সাথে এতো দুরুত্ত্ব   তৈরি হয়নি বইকে দূরে  সরিয়ে দিয়ে যে বস্তুগুলো পরম মমতায় কাছে নিয়েছি , সেই বস্তু গুলো আমাদের  যেঁটুকু দিচ্চে এর চেয়ে অনেক বেশি পরিমানে কেড়ে নিচ্চে আমরা বুঝতেই পারছিনা কোন জিনিস গুলো আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে   দূরে চলে যাওয়া  বিষয়গুলো খুজতে হলে যে আমাদের ভাবতে হবে, সেটা ভাবতেও নারাজ বই মানুষের মনের কথা বলে বই মানুষের মেধা বিকাশের হাতিয়ার একমাত্র বই পারে আমাদের  মননশীল হতে কিন্তু যুগের বিবর্তনের ফলে এখন আমাদের হাতে আর বই নেই বই না থাকার ফলে এই সময়ের মানুষগুলো আর ভাবতে চায়না , চিন্তা করতে চায়না ,পড়তেও  চায়না তাদের ভাবনায় আলোড়ন সৃষ্টি করে না , এর ফলে নুতুন কিছু মাথায় আসেনা অথচ একটা সময় বই ছাড়া কিছু 


ভাবা  যেত না বর্তমানে অনেক কিছুই আমাদের কাছে আছে যেমন মোবাইল ফোন ল্যাপটপ এই গুলো ব্যবহার করেও পড়তে পারি কিন্তু এই  সবের মাধ্যমে পড়লে চিন্তা করার জায়গাটা অনেক কম কেননা একদিকে বই পড়তে গেলে যেমন মনোযোগ দরকার ঠিক মোবাইলে এই মনোযোগ ধরে রাখা অনেক কষ্টকর মনের সাথে যুদ্ধ করতে করতে আর পরা হয়না পড়া হয়না বলে জানা ও হয়না আমাদের জ্ঞানের বিকাশ ও হয়না বই মানুষকে ভাবতে সাহায্য করে সমাজ ধর্ম বিজ্ঞান রাজনীতি সব জ্ঞান ই তো বইয়ের  ভিতরে থাকে  সেই জ্ঞান অর্জন করে বাস্তবে  প্রয়োগ করলেই তো সুন্দর সমাজ গঠন করা সম্ভব যখন কেও বই পড়তে থাকে তখন সে একদিকে পড়ে অন্নদিকে একটা চরিত্র তৈরি করে এভাবেই একটার পর একটা চরিত্র  তৈরি করতে থাকে সমাজের মানুষের অবস্থা নিজেদের অবস্থা কারা উন্নত কিভাবে উন্নতি করেছে এইসব মাথায় খেলা করতে থাকে এই জ্ঞান কাজে লাগালেই তো সমাজের সব ঝামেলা দূর হয়ে যায় আমরা বই পড়ে অর্জিত  জ্ঞানের মাধ্যমে একটা  সমাজকে পরিবর্তন করতে পারি আমরা বিভিন্নও অনুষ্ঠানে উপহার হিসেবে বই দিতে পারি মানুষকে বই পড়তে  উৎসাহিত করতে  পারি  সময় পেলে  বিভিন্নও লেখক এর লেখা পর্যালোচনা করতে পারি একে অপরের নিন্দা না করলে  বই নিয়ে কথা বলতে পারি একদিকে আমাদের মহামূল্যবান সময় অপচয় হল না অন্নদিকে আমাদের জ্ঞানের পরিসীমা   বাড়বে আমরা অন্যর কথা আচরণ নিয়ে  মজা করতে ভালোবাসি যেটা করা  ঠিক নয় আমরা মজার বস্তু হিসেবে  অন্নের  কথা না বলে কোণ লেখক এর মজার গল্প বলতে পারি আমরা মানুষের সম্পকে সমালোচনা করতে ভালোবাসি , এই ভালবাসাটা যদি কোণ লেখকের বই এর সমালোচনা করতে  কাজে  লাগাই তাহলে একদিকে যেমন আমাদের জ্ঞানের পরিসীমা বাড়বে ঠিক তেমনি আমি আপনি একদিন অনেক ভালো সমালোচক ও হতে পারি যেনে বুঝে সমালোচনা করার মাঝেও তো মহত্ত্ব আছে সেই মহত্ত্ব সত্যকে প্রকাশ করার সেই মহত্ত্ব নিজের ভালো রুপ কে প্রকাশ করার আপনি লিখতে পারছেন না কোণ সমস্যা নেই আপনি জ্ঞান অর্জন করে থাকলে সেটা বলতে তো পারবেন হয়তো আপনার কথা শুনে কেও  পরিবর্তনের ডাক দিবে একদিন  ভালো ভালো কাজ মানুষ করবে বই পড়ার  অভ্যাস গড়ে তুলতে সাহায্য করুন নিজে জানুন অপরকে জানতে সাহায্য করুন বই  মানুষকে সঠিক পথে পরিচালিত করে আগামি দিনের বই হোক সবার  সঙ্গি 

0 comments:

Post a Comment

thank you for your comments