Skip to main content

সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট সাজেশন


অতি-সৎক্ষিপ্ত
সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট বলতে কি বুঝায়।
ইউনিভার্সাল শিফট রেজিস্টার বলতে কি বুঝায়
৩। দিভাইডেট বাই এন কাউন্টার কাকে বলে ।
৪। ভোলাটাইল মেমরি বলতে কি বুঝ ?
৫। EEPROM EPROM বলতে কি বুঝ
ফ্লি ফ্লপ বলতে কি বুঝায়
৭।  হোল্ড টাইম বলতে কি বুঝ।
৮। টগল কন্ডিশন বলতে কি বুঝ ।
৯। শিফট রেজিস্টার কত প্রকার
১০। ৪ বিট রিং কাউন্টার কাকে বলে

সৎক্ষিপ্ত
১১ডি ফ্লিপ ফ্লপ এর মুল নিতি লিখ
১২ রেজিস্টার এর প্রকার ভেদ লিখ
১৩ অ্যাসিংক্রোনাস কাউন্টার ও সিনক্রোনাস কাউন্টার এর মাঝে পার্থক্য।
১৪।  DRAM SRAM  এর মাঝে পার্থক্য  লেখ
১৫ ফ্ল্যাশ  মেমরি বলতে কি বুঝ ।
১৬। RAM এর  addressing technique বর্ণনা কর
১৭। DRAM SRAM  এর মাঝে পার্থক্য  লেখ
১৮। সিনক্রোনাস আপ ও ডাউন কাউন্টআর  এর পার্থক্য লিখ ।
১৯। এজ ও লেভেল টিগারিং বলতে কি বুঝ
২০। শিফট রেজিস্টার কত প্রকার
রচনামূলক
২১ JK master salve flip flop  এর বর্ণনা দাও
২২ অ্যাসিংক্রোনাস কাউন্টার এর অপারেশন বর্ণনা করো ।
২৩।  মেমরি রিড অপারেশন ওয়েভ সহ বর্ণনা কর ও  মেমরি রাইট অপারেশন বর্ণনা কর
২৪। সিরিয়াল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার বর্ণনা কর
২৫।মোড ১০  ডিকেট কাউন্টার   বর্ণনা করো ।



Comments

  1. sir ey ta ki midterm exam er sajjesation naki proshnoo ? eatto short sajjesation? thank you sir

    ReplyDelete
  2. এই সাজেশন টা কিসের উপর ভিত্তি তৈরী করা হইছে

    ReplyDelete

Post a Comment

thank you for your comments

Popular posts from this blog

নিয়মের বাইরে একদিন

কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...

System Analysis Design and development

Question Bank Lesson1: অতি - সংক্ষিপ্ত 1.       সিস্টেম কি ? 2.       সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? 3.       ওপেন সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? 4.       ইনফর্মেশন এর প্রকারভেদ লিখ ? 5.       ইন্টার ‌ ্যাকশন বলতে কি বুঝ ? সংক্ষিপ্ত 6.         সিস্টেম বলতে কি বুঝায় ? 7.       সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো কি কি ? 8.       ইনফর্মেশন এর গুনাবলি লিখ ? 9.       কম্পিউটার বেস ইনফর্মেশন এর প্রয়জনিতা লিখ ? 10.   ওপেন সিস্টেম এবং ক্লোজড সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? রচনামূলক 11. সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? Lesson 2 1.       Organization এর প্রকারভেদ দেখাও ? 2.       সিস্টেম development এর ধাপগুলো বর্ণনা করো 3.   ...

সিস্টেম এনালাইসিস

সিস্টেম এনালাইসিস অতি- সংক্ষিপ্ত (২*৫)=১০ ১। সিস্টেম বলতে কি বুঝায় ? ২। সিস্টেম ডেভেলপমেন্ট এর লাইফ সাইকেল এর ধাপ গুলো লিখ ? ৩। সিস্টেম এনালাইসিস কাকে বলে ? ৪।   ইনফরমেশন গেদারিং টুলস    এর তালিকা লিখ ?   ৫। DFD কাকে বলে ? ৬। ইনফরমেশন এর প্রকারভেদ ? ৭।   সিস্টেম এনালিস্ট কাকে বলে ? ৮। ডাটা ডিকশনারি বলতে কি বুঝ ? ৯।   সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? ১০। ওপেন সিস্টেম কাকে বলে সংক্ষিপ্ত (৩*৬)=১৮   ১১ । DFD অঙ্কন এর নিয়ম গুলো লিখ ? ১২ ।   বিভিন্ন ধরনের Closed Questionnaire এর প্রকারভেদ লিখ ? ১৩। । ইউজার রিকুয়েস্ট ফর্ম এর ফিল্ড গুলো লিখ ? ১৪। । একজন সিস্টেম   এনালিস্ট ও প্রোগ্রামের এর মাঝে পার্থক্য লিখ ? ১৫ । কম্পিউটার-বেস ড ইনফরমেশন এর গুরুত্ব লিখ ? ১৬ । ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? ১৭। ইনফরমেশন এর   গুনাবলি লিখ ? ১৮। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ব্যাখ্যা কর। ১৯। একজন সিস্টেম এনালিস্ট এর কি কি অতীত অভিজ্ঞতা দরকার হয় ২০। সিস্টেম   এনালাইসিস এর ক্ষেত্রে   প্ল...