Monday, February 3, 2020

যাচ্ছি কোথায় ?


সব কিছু কেমন জানি বদলে যাচ্ছে সেই সাথে বদলে যাচ্ছি আমরা সবাই । নিজের প্রয়োজনে কখনও অথবা অপ্রয়োজনে দু ভাবেই বদলে যাচ্ছি । হয়তো এমন একটা সময় এসে পড়বে যখন আর বদলনর কিছু থাকবেনা । ঠিক তখন কি করব ? এটা কি ভেবে দেখেছি । সবার ভাবান্য কি এক অদ্ভুত মিল খুজে পাওয়া যায় । সবাই নিজের মত করে ভাবে ।  দিন দিন সমাজের মানুষ গুল নিজেকে নিয়ে ভাবতে ভাবতে এখন এমন এক পর্যায় এসে পরেছে যে কোন কিছুই আর তাকে স্পর্শ করতে পারছেনা।  সবা ভাবনাই সে নিজেকে খুজে ফেরে কোথায় কিছু নেই   নিজের স্বার্থ ছাড়া । এভাবে আর কত যে পথ পারি দিতে হবে । কে জানে এই  প্রথিবি যে কত  মানুসের কাছ থেকে  সন্মান কেরে নিবে । কত যে অযোগ্য লোক দেরসন্মান দিবে কেও জানিনা । তবে এমন দিইন আসলে ভালো কেও যে থাকতে পারবোনা সেটা বুঝাই যাচ্ছে ।

0 comments:

Post a Comment

thank you for your comments