Monday, November 13, 2023
Saturday, April 15, 2023
মনের কথা
খুব গভীর থেকে গভিরে খেলা চলে আমাদের মনের সাথে মনের কোথায় আর কেন জানি মেঘ জমে ভয় জমে। খুব কম সময়ই মনের মাঝে আনন্দ এর সঞ্চার হয় । আসা নিরাশায় ভেলায় প্রতিদিন অনেক সপ্ন মরে জায় আবার অনেক স্বপ্ন জেগে থাকে সময়ের সাথে পালতে জায় আমাদের অনেক কিচু আসা নিরাশা । ভালবাসার ধরণ ভাল থাকার ধরণ । কোথায় আছি আর কোথায় জাব সেই নিয়ে দোলাচল ত আছেই সেই সাথে আছে আর নানা রকম হতাশার কারণ।
ঘুম ভাংতে হবে সময়ের সাথে অনেক কিছু পালতে যাবে আমি আপনি আপনার সময় খুব কমে করেও জদি বলি আমার আর হয়ত থাকা হবে না আমি ও হত থাকতে চাইবনা অনেক প্রশ্ন মনের মাঝে অনেক কথা তবে আম্র জাবার বেলায় কেও কি আমাকে মনে রাখবে নাকি সময়ের সাথে ফেলে দেবে । অনেক কিচু জানতে ইচ্ছে হত এখন কেন জানি সেই ইচ্ছেটাই আর হয়ে ওঠেনা এতা কি সময়ের অগঙ্গতি নাকি আমার দুর্বলতা কথা থেকে আমি এসেছি আর কোথায় জাব জানা নেই । উত্তর বের করতে হবে কিন্তু কে দেবে ? জাদের কে আপন ভাবছেন তারা কি আপনাকে ভাবছে নাকি আপনি জেভাবে দেখতেছেন তিনিও সেই ভাবে দেখছে উত্তর নেই । জীবনের প্রয়োজনে হলেও প্রশ্ন এবং উত্তর খুজে বেরানো দরকার।
Tuesday, November 15, 2022
চাকরিজীবিদের কোন ভাষা থাকতে নেই
এখন আর আমাকে খুজলে পাওয়া যাবেনা আমি ধরা ছোয়ার বাইরে চলে গেছি নিজের থেকে , জীবনের অনেক গল্প গান পাওয়া যায় যাবে আরও অনেক বিস্তর কিন্তু আমি আমাকে ফিরে পাবো তো ? নিজের কাছে অনেক প্রশ্ন । এখন আমি আগের মত আর কোন কথা বলতে পারিনা যে আমি কোন কিছু না ভেবেই সব বলে দিতে পারতাম সেই আমিই আছি কিন্তু বলতে পারছিনা , কেন পারছিনা সেটা আমার অজানা নয় ? একটা সময় অনেক কিছু নিজের কাছে থাকলেও এখন আর নেই । মুখের ভেতর কোথায় যেন বন্ধ হবার উপকরন জোগাড় হয়ে গেছে। আমি এখন আর চিন্তা করতে পারিনা আমার কোন কিছুতেই এখন আর নিজের অস্তিত্ব নেই । দিন কেটে যায় কিছু বলি আর না বলি হতাশা বাড়ে অনেক কথা জমে আছে কিন্তু বলবার জায়গা নেই। ঘোর অন্ধকার আলোর খোজার রাস্তা হারিয়ে এখন আমি আপাদমস্তক একজন চাকরীজীবি আমার কোন ভাবনা নেই শুধুই অন্যকে অনুকরণ করাই যেন কাজ আমার . চাকরিজীবিদের কোন ভাষা থাকতে নেই । নিজস্ব সত্তা থাকতে নেই শুধু আছে একবুক হতাশা । আর মনের চিতায় দগ্ধ স্বপ্নের গন্ধ সহ্য করা যায় না কিন্তু মেনে নিতে হয় বছরের পর বছর ।
Friday, May 27, 2022
না এইভাবে আর হচ্ছে না জিবনের অনেক পথ পারি দেওয়া এখনও বাকি কিন্তু অল্প দুরুত্তে এসেই রাস্তা হারিয়ে ফেলেছি । গতিবিহিন জিবনের কোন মুল্ল নেই । সময় আপ্ন গতিতে চলছে সেই গরতির সাথে নিজেকে মেলাতে পারছিনা আমি পরে আছি কিন্তু আমার মাঝে থেকে নেই । অনন এক আমি আমার কথা আমার কল্পনা সব কিছুতেই আমি অনুপস্থিত । আমি কোথায় আর কোথায় আমার সেই ভালো লাগার শহর ভালো লাগার শহরের খুজে ।
Friday, April 15, 2022
নিজের প্রতিবিম্বের খুজে
অনেক দিন
নিজের চোখে নিজেকে দেখা হয়না ।আয়নায় মাঝে মাঝে নিজের প্রতিবিম্ব দেখা হয়। কিন্তু অই
প্রতিবিম্ব কি নিজের সবটা প্রকাশ করতে পারে ?
দিনের বেশি ভাগ সময় ই অন্যের চোখে নিজেকে দেখা হয় । তাই নিজের প্রতি যত্নের চেয়ে অযত্ন টাই বেশি করে ফেলেছি । নিজেকে অন্যর আয়নায় দেখতে গিয়ে
নিজের অবস্থান কর্ম সবকিছুই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতভ হয়েছে । একটা সময় সব মিলিয়ে গেছে
। নিজেকে নিয়ে ভাবা হয়না বহু দিন। নিজের কোন কিছুই আজ চোখে পরে না । এত আলো অথছ নিজের
কথা মনে হলে কোথায় থেকে জেন অন্ধকার নেমে আসে। নিজেকে খুজে পাইনা , খুতে গিয়েও অনেক
কষ্টে নিজের অস্তিত্ব কে আবিষ্কার করতে পারিনি
, জ্ঞানে বুদ্ধিতে হয় দেহ রুগন্ন হয়ে গেছে বলেই
হয়তো খুজে পাচ্ছি না । অন্যর আয়নায় নয় এবার নিজের আয়নায় নিজেকে দেখার বাসনা
, যত বারই খুজতে গিয়েছি, তত বারই নিজের চেয়ে অন্যর কেই বেশি দেখেছি । নিজের আয়নায় অন্যর প্রতিবিম্ব
দেখে জ্বলেছি কেদেছি, হিংসার তীব্র জ্বালায় বার বার বুক ভেঙ্গেছে, তবুও নিজের আয়নায় নিজের প্রতিবিম্ব তৈরি
করতে পারিনি । নিজেকে দেখার চেষ্টা করেও দেখা
হয়নি অনেক বছর। নিজের বিবর্ণ চেহারার কারনেই হয়তো নিজের প্রতিবিম্বর চেয়ে অন্যর প্রতিবিম্ব
বেশি ভাসে। সেই সাথে হতাশা বাড়ে দুঃখ বাড়ে নিজেকে খুজে বের করার প্রজিনয়তা বাড়ে । নিজের
চোখে নিজেকে দেখার প্রতীক্ষা বাড়ে । যেখানে নিজের আরশিতে শুধু আমার প্রতিবিম্ব থাকবে
সেটা কারনে হোক বা অকারনে । আমার আয়নায় কেও থাকবে না ,। অজাজিত ডায়েরি
Wednesday, February 16, 2022
ভাবনায় পাগল হলে কি বেচে থাকা যায়
ভাবনায় পাগল না হলে জীবনে বোধের সব সব কিছুই অপূর্ণ র্যে যায় । জীবনে আমার আমি দেখতে পাই আর কেও দেখতে পাক আর না পাক । যদি আমার উপ্লদ্ধি আমার সাথে প্রতারনা করে তাহলে বুঝতে হবে আমি আমার থেকে দূরে চলে যাচ্ছি । একটু একটু করে নিজের থেকে অনেক দূরে । যদি আপনি পাগল না হন জীবন কে সুক্ষভাবে দেখতে পারবেন না । আর একটা কথা সবাই পাগল হতেও পারেনা । স্বাধীন পাগল জার শুধুই বিশাল ভাবনার জগত আছে । যেখানে আর কেও যেতে পারবেনা । ভাবনার জগত ত আকাশের চেয়েও অনেক বড় । আমাদের দৃশ্যম্যান আকাশ কত বড়?? যত টুকু দেখতে পাই এর বাইরে দেখতে চাইলেই কিন্তু ভাবনায় আস্তে হয় । যদি আস্তেই হয় তবে পরে কেন ? পরের জন্য একটু ভাবনা ভাবুন ত একটু একা। নিজের মনকে স্থির করে একটু কল্পনা করুন ত কোথায় যাচ্ছেন। এর শেষ গন্তব্য কোথায় উত্তর পাচ্ছেন ? পাবেন না ত একটু মুচকি হাসিই বলে দেয় আপনি এখনও সেই ভাবনা ভাব্বার জন্য একদম ই প্রস্তুত নন। এই জীবন আসলে কিসের কল্পনার , কর্মের নাকি ভাবনার । কত পথ কত মত দেখলেন দেখালেন আপনি কোথায় আছেন। কোথাও আপনার
জায়গা নেই মানুসের কল্পনা ছাড়া । অথচ সেই মানুষকেই আপনি সবচেয়ে বেশি ভয় পান বা এড়িয়ে চলেন । আপনার দাম্ভিকতা কোথায় থাকে বলেন ত । যদি না মানুষের সাথে নিজেকে তুলনা করেন? কোথাও নেই একটু ভাবলেই আপনি শুন্য। অথচ আপনি মানুষকে এড়িয়ে চলেন নিজের দাম্ভিকতা অহংকার দেখনাওর জন্য । এই জীবন আসলে কার বা কিসের এর উত্তর আপনার কাছে নেই কারণ আপনি আমি অনেক চতুর এই চুতুরতার জন্যই নিজের অজ্ঞতা কে ঢেকে দিব্যি সাধু বলে চলে গেছেন। আপনার কি নিজেকে দেখতে ইচ্ছে করে ? যদি করে তবে ভাবনায় পাগল হন । ভাবনায় পাগল গুলো নিজের সম্পর্কে জানতে পারে নিজেকে বুঝতে পারে । ভাবনায় পাগল করেও দিতে পারে । ভাবনায় পাগল হন দেখবেন নিজের বলতে কিছু নেই সব ই ত পরের আপনি ও পরের তাহ্লে কেন নিজের নিজের করে মাথা নষ্ট করতেছেন । এই নশ্বর পৃথিবী আপনাকে কি এমন দিয়েছে যে আপনি নিজের অস্তিত্ত ভুলে আছেন।