এখন আর আমাকে খুজলে পাওয়া যাবেনা আমি ধরা ছোয়ার বাইরে চলে গেছি নিজের থেকে , জীবনের অনেক গল্প গান পাওয়া যায় যাবে আরও অনেক বিস্তর কিন্তু আমি আমাকে ফিরে পাবো তো ? নিজের কাছে অনেক প্রশ্ন । এখন আমি আগের মত আর কোন কথা বলতে পারিনা যে আমি কোন কিছু না ভেবেই সব বলে দিতে পারতাম সেই আমিই আছি কিন্তু বলতে পারছিনা , কেন পারছিনা সেটা আমার অজানা নয় ? একটা সময় অনেক কিছু নিজের কাছে থাকলেও এখন আর নেই । মুখের ভেতর কোথায় যেন বন্ধ হবার উপকরন জোগাড় হয়ে গেছে। আমি এখন আর চিন্তা করতে পারিনা আমার কোন কিছুতেই এখন আর নিজের অস্তিত্ব নেই । দিন কেটে যায় কিছু বলি আর না বলি হতাশা বাড়ে অনেক কথা জমে আছে কিন্তু বলবার জায়গা নেই। ঘোর অন্ধকার আলোর খোজার রাস্তা হারিয়ে এখন আমি আপাদমস্তক একজন চাকরীজীবি আমার কোন ভাবনা নেই শুধুই অন্যকে অনুকরণ করাই যেন কাজ আমার . চাকরিজীবিদের কোন ভাষা থাকতে নেই । নিজস্ব সত্তা থাকতে নেই শুধু আছে একবুক হতাশা । আর মনের চিতায় দগ্ধ স্বপ্নের গন্ধ সহ্য করা যায় না কিন্তু মেনে নিতে হয় বছরের পর বছর ।
কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...
Comments
Post a Comment
thank you for your comments