Friday, April 15, 2022

নিজের প্রতিবিম্বের খুজে

 

অনেক দিন নিজের চোখে নিজেকে দেখা হয়না ।আয়নায় মাঝে মাঝে নিজের প্রতিবিম্ব দেখা হয়। কিন্তু অই প্রতিবিম্ব কি নিজের সবটা প্রকাশ করতে পারে ?  দিনের বেশি ভাগ সময় ই অন্যের চোখে নিজেকে দেখা হয় ।  তাই নিজের প্রতি যত্নের চেয়ে অযত্ন টাই  বেশি করে ফেলেছি । নিজেকে অন্যর আয়নায় দেখতে গিয়ে নিজের অবস্থান কর্ম সবকিছুই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতভ হয়েছে । একটা সময় সব মিলিয়ে গেছে । নিজেকে নিয়ে ভাবা হয়না বহু দিন। নিজের কোন কিছুই আজ চোখে পরে না । এত আলো অথছ নিজের কথা মনে হলে কোথায় থেকে জেন অন্ধকার নেমে আসে। নিজেকে খুজে পাইনা , খুতে গিয়েও অনেক কষ্টে নিজের অস্তিত্ব কে  আবিষ্কার করতে পারিনি , জ্ঞানে বুদ্ধিতে হয় দেহ রুগন্ন হয়ে গেছে বলেই  হয়তো খুজে পাচ্ছি না । অন্যর আয়নায় নয় এবার নিজের আয়নায় নিজেকে দেখার বাসনা , যত বারই খুজতে গিয়েছি, তত বারই নিজের চেয়ে অন্যর  কেই বেশি দেখেছি । নিজের আয়নায় অন্যর প্রতিবিম্ব দেখে জ্বলেছি কেদেছি, হিংসার  তীব্র  জ্বালায় বার বার বুক  ভেঙ্গেছে, তবুও নিজের আয়নায় নিজের প্রতিবিম্ব তৈরি করতে পারিনি । নিজেকে দেখার  চেষ্টা করেও দেখা হয়নি অনেক বছর। নিজের বিবর্ণ চেহারার কারনেই হয়তো নিজের প্রতিবিম্বর চেয়ে অন্যর প্রতিবিম্ব বেশি ভাসে। সেই সাথে হতাশা বাড়ে দুঃখ বাড়ে নিজেকে খুজে বের করার প্রজিনয়তা বাড়ে । নিজের চোখে নিজেকে দেখার প্রতীক্ষা বাড়ে । যেখানে নিজের আরশিতে শুধু আমার প্রতিবিম্ব থাকবে সেটা কারনে হোক বা অকারনে । আমার আয়নায় কেও থাকবে না ,।  অজাজিত ডায়েরি

0 comments:

Post a Comment

thank you for your comments