আমাদের প্রযুক্তি যে ভাবে সামনের দিকে
এগিয়ে যাচ্ছে তাতে খুব বেশি দিন আর নেই যে
দিন প্রযুক্তি এর কাছে মানুষ হার মানবে । আমারা
আমাদের নিত্য দিনের কাজের জন্য বিভিন্ন জিনিস
আবিষ্কার করছি আর তাতে আমাদের জীবন
যেমন একদিকে সহজ হচ্ছে তেমনি অন্য দিকে আমাদের অনেক কিছুই হারাচ্ছি । একটা সময় ছিল
যখন মানুষ তার কাছের মানুষদের খুজ খবর নিত
বাসায় গিয়ে
আর এখন মোবাইল ফোন দিয়েই সব কাজ করে
নিচ্ছে একদিকে মানুষ যেমন যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে অন্নদিকে নিজেদের মধ্যে বন্দন ও হালকা হচ্ছে। আমরা এখন বেশি ভাগ রোবট এর উপর নির্ভরশীল
হচ্চি । কারন রোবট এর তেমন কোন ঝামেলা নেই , নিখুঁত কাজ পাওয়া যায়। অন্নদিকে আমরা এতটাই যন্ত্র কে ভালবেশি
ফেলেছি যে আমাদের সব কাজেই এক্ষণ যন্ত্র। যে হারাএ আমরা যন্ত্র ব্যবহার করা সুরু
করেছে এই ভাবে চলতে থাকলে খুব বেশি দিন নেই যে দিন আমাদের যে জন্ত্রএর কাছে হার
মানতে হবে
0 comments:
Post a Comment
thank you for your comments