Saturday, June 2, 2018

প্রোগ্রামের এর গল্প



অন্তু একজন  ডিপ্লোমা  ইঞ্জিনিয়ার সে বেশ কয়েক বছর হল কম্পিউটার থেকে পাস করেছে ।  আগেই বলে রাখি সে খুব যে ভালো  ছাত্র ছিল না  তাই বন্ধুরা সবাই মিলে না দিয়েছিল প্রোগ্রাম যার বাংলা ব্যাখ্যা  হল সমস্যা আসলে অন্তু স্টুডেন্ট অবস্থায় যতটা না ক্লাস করেছে তার চেয়ে বেশি প্রব্লেম দেখিয়েছে। সেই জন্য মজা করে সবাই অকে ওই নামে ডাকে। কোন কোথায় ওর কানে জেতে না যে যা বলত সব হাশি দিয়ে উরিয়ে দিত । আসলে ও নিজেও জানতো না সে কি  হতে চায় । এই ভাবেই তার ডিপ্লোমা এর দিন গুলো চলে যায়  যখন সে ৪ থ এ পরে তখন সে প্রোগ্রামিং এর কিছু বই পরেরছিলু আসলে ও চাইতো কোন রকম পাস করলেই  হবে তাই ভালো করে জানতেই চায় নি ।   একদিন সে প্রোগ্রামিং বই দেখছিল একটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খ্যাচ্চিল যে আসলে কি বলে আর কি৯ বা আছে এই বই এ যার জন্য এই নাম দিতে হল । ভাবতে ভাবতে এক সময় বইটি নবপরতে শুরু করল বেশ কঠিন লাগছিল  তারপরও অনেক আগ্রহ নিইয়ে পড়তে পড়তে ভাবলও যে কথা গুলো  বলা আছে সেই কথা গুলো তো বাস্তবাওতার সাত৬হে মিলে যাচ্ছে । থকন তার কাছে প্রোগ্রামিং এর নূতন একটা সংজ্ঞা এর মত মনে হল । যে জিনিস দিয়ে নূতন কিছু করা যায় প্রবেল্ম বানানো এবং সমস্যা সমাধান করা যায় তাই তপ প্রোগ্রাম। হতে পারে সেটা কম্পিউটার এর বা অন্য কোন কিচুর সে সারা রাত ভাবছে আর   ভাবছে কোন উত্তর পাচ্চে না । কারন সে তো ক্লাস া যায় না অন্য  দিকে যে স্যার এই সাবজেক্ট টা পরান তিনিও বেশ রাগি । তার কাছে ফলাফল তাই  বড়   বিষয় । ভালো করে বুঝতে হবে না । আসলে প্রোগ্রামিং হোক যেটাই হোক আমাদের কিন্তু বুঝা দরকার কিন্তু কি করবে সে ভাবছে আর ভাবছে । সকাল এ ক্লাস এ গিয়ে স্যার কে বলে ই ফেলল আসস করে স্যার এমন  ভাব করলেন অন্তু নিজে তো দূরে  ক্লাস এর অন্য কেও ই আর সাহস পাবে না কোন প্রশ্ন করতে । সেই থেকে প্রব্লেম থেকে প্রোগ্রামের নাম হয়ে গেল ওর । একটা জিনিস জানতে চেয়ে ছেলেটার যা হল সবাই টাকে নুতুন নাম নিয়ে  ডাকতে শুরু করল ।  একদিকে জানার ইচ্ছা অন্নদিকে  স্যার আর বন্ধুদের  দুষ্টামি সব মিলে  কেমন জানি হয়ে গেল কিছু তেই মন বসে না  সব সময় তার চিন্তা আসলে প্রোগ্রামটা কি ? কেন হল এবং কিভাবে এটা    সম্ভব?
এই প্রশ্ন এর উত্তর খুজব আগামি কলাম এ

0 comments:

Post a Comment

thank you for your comments