Wednesday, May 16, 2018

Golpota Nijer moner


বেশ কিছু দিনে ধরে মনে হচ্ছে বয়সটা কেমন জানি অনেকটা বেড়ে গেছে এই তো কয় দিন আগেই  কোন চিন্তা ছিল না ভাবনা  ছিল না  শুয়ে শুয়ে শুধু  স্বপ্ন দেখা  কি করব কত বড় চাকরি হবে আর কাকে কি দেব। এই সব ই চিন্তা ছিল কিন্তু এই অল্প দিনে মনে হচ্ছে আমি কত বড় হয়ে গেছি , অনেক কাজ আমার ঘাড়ে এসে পড়েছে  সত্যি বল;তে বয়স তো আর কম হল না ২২  অনেক কিছুই হারিয়েছি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি এই আমার জীবন । এবার অন্য জন্য কিছু  করতে চাই  সময় আমাকে এমন ভাবে   ঘিরে রেখেছে যে ভাবতেই পারিনা  কত দিন পরে আমার এই স্বপ্ন পুরন হবে আসলে স্বপ্ন দেখতেই ভুল করেছিলাম কিনা  জানি না  এখন আবার নুতুন করে স্বপ্ন দেখছি সেটা আমাকে দিয়ে কতটা হবে ভাবতেই পারছি না এক দিকে আমার নিজের প্রতি বিশ্বাস অন্নদিকে আমার   কারিকুলাম এর কাগজ কন্তাই মিলে না সবাই ভাল করে কিন্তু আমিও দেখিয়ে দইতে চাই আমিও ভাল করতে পারি আমি কি পারব সেই কাজ টা করে দেখাতে আমি স্বপ্নের পথে অনেকটা পথ দূরে আছি ভাবতেই পারছি না যে আমআর আর কত দিন অন্যর হাত ধরে হাতে হবে  সবার ই সপ্নপ থাকে যে  একা একা পথ চলবে পাশের মানুসগুইল কে হেল্প করবে কিন্তু পারছি কই ? আর কত দিন যে আল্লাহ আমাকে অন্য হাতে হাত রেখে চালাবেন তিনিই ভাল জানেন। আসলে আআম্র তো  কিছু কররা নেওই কি করব সবাই কাজ [পায় আমি পাই না  কোথায় আমার স্বপ্ন আর কোথায় আমার কাজ দুইতা  দুইটা দুই মহাদেশ এ আমি মাঝ খানে আমি কোথায় যাই । আমাকে খুব তাড়াতাড়ি ভাল কিছু  করতে হবে  সবাই আমার জন্য এত কিছু করছে আর আমি কিছু না করতে পারলে কেমন হবে 
কিন্তু আমি করতে চাই টা পারছি না আমি টাকা ইনকাম করতে চাই পারি না  আমি সন্মান পেতে চাই সেই অবস্থান বানাতে পারছি না । জানি না আল্লাহ আমার কপাল এ কি রেখেছে কেন জানি ভাগ্য কেই যা দোষ দেব না কি করব বুজতে পারছি না   

0 comments:

Post a Comment

thank you for your comments