একটি ওয়েব সাইডের
দুইটি অংশ-১.Front End
২.Black End
ডাটাবেসঃ ডাটার সংগ্রহ
বা সমষ্টিকে বলা হয় ডাটাবেস।ডাটাবেস মূলত কোন প্রতিষ্ঠানের বা কোন নির্দিষ্ট
বিষয়ের উপর তথ্য ধারণ করে থাকে।ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে সংক্ষেপে বলা হয় DBMS|DBMS
হল Database Management System|
ডাটাবেস দুটি ল্যাগুয়েজ থাকে,যেমন-(১)DDL বা Data Definition
Language (2)DML বা Data Manipulation Language.
কার্যপ্রনালি ঃ
প্রথমে XAMPPI Software টি
Install করতে হবে। তারপর
Internet Useing Software গিয়ে
https://localhost/Phpmyadmin লিখে Enter
ক্লিক করতে হবে। তারপর নিচের অংশ
আসবে,
এখানে Account name লিখে Create ক্লিক করতে হবে। তারপর অন্য
একটি Page আসবে,
এখানে টেবিল নাম এবং
টেবিল সংখ্যা লিখে GO ক্লিক করতে হবে। তারপর এই Page আসবে।
এখানে Field,Type and Length/Values লিখে
Save ক্লিক করলে ডাটাবেস তৈরি হওয়া
যাবে এবং এই Page আসবে,
উপসংহারঃএইভাবে ডাটাবেস তৈরি করতে হয়।


0 comments:
Post a Comment
thank you for your comments