Saturday, April 15, 2023

মনের কথা

 খুব গভীর থেকে গভিরে খেলা চলে আমাদের মনের সাথে মনের কোথায় আর কেন জানি মেঘ জমে ভয় জমে। খুব কম সময়ই মনের মাঝে আনন্দ এর সঞ্চার হয় । আসা নিরাশায় ভেলায় প্রতিদিন অনেক সপ্ন মরে জায় আবার অনেক স্বপ্ন জেগে থাকে সময়ের সাথে পালতে জায় আমাদের অনেক কিচু আসা নিরাশা । ভালবাসার ধরণ ভাল থাকার ধরণ । কোথায় আছি আর কোথায় জাব সেই নিয়ে দোলাচল ত আছেই সেই সাথে আছে আর নানা রকম হতাশার কারণ। ঘুম ভাংতে হবে সময়ের সাথে অনেক...

Tuesday, November 15, 2022

চাকরিজীবিদের কোন ভাষা থাকতে নেই

 এখন আর আমাকে খুজলে পাওয়া যাবেনা আমি ধরা ছোয়ার বাইরে চলে গেছি নিজের থেকে , জীবনের অনেক গল্প গান পাওয়া যায় যাবে আরও অনেক বিস্তর কিন্তু আমি আমাকে ফিরে পাবো তো ? নিজের কাছে অনেক প্রশ্ন । এখন আমি আগের মত আর কোন কথা বলতে পারিনা যে আমি কোন কিছু না ভেবেই সব বলে দিতে পারতাম সেই আমিই আছি কিন্তু বলতে পারছিনা , কেন পারছিনা সেটা আমার অজানা নয় ? একটা সময় অনেক কিছু নিজের কাছে থাকলেও এখন আর নেই । মুখের ভেতর...

Friday, May 27, 2022

 না এইভাবে আর হচ্ছে না জিবনের অনেক পথ পারি দেওয়া এখনও বাকি  কিন্তু অল্প  দুরুত্তে এসেই রাস্তা হারিয়ে ফেলেছি । গতিবিহিন জিবনের কোন মুল্ল নেই । সময় আপ্ন গতিতে চলছে সেই গরতির সাথে নিজেকে মেলাতে পারছিনা আমি পরে আছি কিন্তু আমার মাঝে থেকে নেই । অনন এক আমি আমার কথা আমার কল্পনা সব   কিছুতেই আমি অনুপস্থিত । আমি কোথায় আর কোথায় আমার সেই ভালো লাগার শহর ভালো  লাগার শহরের খুজে ।&n...

Friday, April 15, 2022

নিজের প্রতিবিম্বের খুজে

 অনেক দিন নিজের চোখে নিজেকে দেখা হয়না ।আয়নায় মাঝে মাঝে নিজের প্রতিবিম্ব দেখা হয়। কিন্তু অই প্রতিবিম্ব কি নিজের সবটা প্রকাশ করতে পারে ?  দিনের বেশি ভাগ সময় ই অন্যের চোখে নিজেকে দেখা হয় ।  তাই নিজের প্রতি যত্নের চেয়ে অযত্ন টাই  বেশি করে ফেলেছি । নিজেকে অন্যর আয়নায় দেখতে গিয়ে নিজের অবস্থান কর্ম সবকিছুই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতভ হয়েছে । একটা সময় সব মিলিয়ে গেছে । নিজেকে নিয়ে ভাবা হয়না...

Wednesday, February 16, 2022

ভাবনায় পাগল হলে কি বেচে থাকা যায়

  ভাবনায় পাগল না হলে জীবনে বোধের সব সব  কিছুই অপূর্ণ র‍্যে যায় । জীবনে আমার আমি দেখতে পাই আর কেও দেখতে পাক আর না পাক । যদি আমার উপ্লদ্ধি আমার সাথে প্রতারনা করে তাহলে বুঝতে হবে আমি আমার থেকে দূরে চলে যাচ্ছি । একটু  একটু  করে নিজের থেকে অনেক দূরে । যদি আপনি পাগল না হন জীবন কে...