Skip to main content

কিছু মনের কথা


কোন নব অধ্যায় নব যুগে এসে দাঁড়িয়েছি যে আজ শুধু চোখেই স্বপ্ন । সেই স্বপ্ন টাকে বাস্তবায়ন করার জন্য কোন কাজ ই করিনা । আসলে এইখানে যেটা মনে হয় সেটা হল যে  কথা গুলো ভাবি সেই কথা আর বড় করে দেখতে চাইনা বলেই এই অবস্থা আমাদের সময়ের বেরাজালে আজ কতটা অসহায় আমরা যে ভাবি একটা আর কাজ করতে গেলে সেই  ভাবনা ভুলে যাই । সত্যি এই  বেড়াজাল আমাদের কে অনেক দূর ভুগায় । আজ বসে  হয়তো সেই দিনের কথা ভাবতেই পারিনা কিন্তু একটা সময় তো এসেই যায় জখ্যন  


তখন  নিজের দুর্বলতা কে ঢাকার জন্য সেই অদক্ষ লোক দের ই দোষারোপ করে থাকে । সময়ের পালা ক্রমে আজ  স্টুডেন্ট লাইফ থেকে কর্মজীবী এই তকমা টা যারা পড়াশোনা করে  সবাই খুব করে চায় । বড় হব চাকরি করব সবার সাথে পাল্লা দিয়ে টাকা ইনকাম করব । সেই কথাটা প্রতিটি স্টুডেন্ট এর মাথায়ই থাকে  সব চেয়ে বড় কথা হল সবাই আমরা খুব করে চাই আমাদের অবস্থার উন্নতি করতে । আমাদের মত গরিব দেশের এই চাইতে আোর তেমন কি চাওয়ার থাকতে পারে । আমাদের দেশ জেম গরিব ঠিক আর চেয়ে আমরা মনের দিক থেকে আর অনেক বেশি গরিব তাই তো অল্প বয়সে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে থাকি এর পরিনতি কি হবে সেটা ভাবতে চাইনা । আর সেটা  ভাবার সময়  ও দেই না সবাই চাকরি চাই । আর এই চাকরি খুজতে খুজতে এমন একটা পর্যায় চলে আসছি যে ভেবে কুল পাওয়ার কোন উপায় নাই আমাদের গন্তব্য কোথায় । বিশ্বের উন্নত সব দেশ যেখানে  বিজ্ঞানী থেকে শুরু করে ভালো মানুষ  বানানোর  কাজে  কাজে বাস্ত  ঠিক আমাদের দেশ এর উলটো টা করে থাকে । আমাদের দেশে চাকরি দাতা জন্ম হয়না  জন্ম হয় চাকরি প্রাথি এর তাই তো আমাদের দেশের মানুষগুলো কষ্টের সিমা থাকেনা । কারন যে দেশে সস্তায় কাজের লক পাওয়া যায় সেই দেশ কি করে বুঝতে যে কাজের পাশাপাশি কাজের গুনাগুণ বাড়ানোর  দরকার । তারা সব সময় যেটা চেয়ে আসে ঠিক সেটাই পায় সস্তায় কাজের লোক আর তাদের দিয়ে  অমান্সিক পরিশ্রম  করানোর প[অর যখন কাজের কাক্ষিত  ফলাফল পায় না  ঠিক  
বাবা তোমার ছেলে চাকরিজীবী । তাই তো এখন আর তার কোন ছুটির দিন নেই । একটু বৃষ্টি আসলে যে ছেলে ঘুমাত সে আজ বন্ধের দিনেও অফিস করে ।


আমাদের জীবন কত ,  জীবনের সব চাওয়া গুলো কেমন জানি বেসামাল। তাই তো কোন কারন ছাড়াই আমরা অনেক কিছুই চেয়ে থাকি আবার সেই অবস্থান এ  আসার পর সেটা নিয়ে আবার নুতুন করে ভাবতে থাকি । ভাবুক মানুষ প্রতিদিন ভাববে এটা ঠিক কিন্তু সে তার অবস্থান নিয়ে কতটা ভাবছে সেটাই দেখার বিষয় অনেক কারনে আমাদের বেগ পোহাতে হয় । সত্যি বলতে স্বপ্ন যেখানে চাকর হওয়া সেখানে তো এই সব দুঃখ সহ্য করতেই হবে আমাদের । তারপরও আমরা  এগিয়ে চলি আমাদের মত করে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে এগিয়ে যাই । আহা সেই স্বপ্ন কোথায় আর আমি কোথায় । কত বাবার স্বপ্ন তার ছেলে অনেক বড় চাকরিজীবী হবে । আসলে বাবা মা এর আশা তো পরম করুনাময় ফেলতে পারেনা । তাই দিয়ে দেয় আর সেই  আশা একদিন কাল হয়ে দাড়ায়  সমাজে এই রকম হাজার হাজার মানুষ আছে যারা খোলস থেকে বের হতে চায় কিন্তু পারে না । আর একটা সময় নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে সরে পরে এই দুনিয়া থেকে সমাজে নিয়ম বড় অদ্ভুত । যে কোন না কোন ভাবেই আপনাকে  চাকরি বা দাসত্ব এর দিকে ধাবিত করবে সেটা ছোট বেলা থেকেই । একজন ছেলে  বা মেয়ে যখন বড় হতে থাকে তার পাশের পরিবেশ তাকে এইতাই শিক্ষা দেয় যে তুমি জীবনে কত বড় চাকরি করতে  পারো। যার চাকরি যত বড় সে মানুষ হিসেবে।

মনের দিকে বড় না হতে পারলে আসলে জীবনের অনেক  বড় স্থানে  নিজেকে মেলে ধরতে চাইলে ।  আসলে মনের দিকে বড় হয়ার ছাড়া কোন ভাবেই সম্ভব না ।
আমার সব পসন্দ গুলো যে সব সময় ভালো হবে সেটা নয় । সবাই আমার পথ অনুসরন করবে সেটা না । তাই নিজের মনের মাঝে লুকিয়ে রাখা সব কথা গুলো যে সবাই বুঝবে সেটা কি ঠিক ?
না সেটা না যদি সেটা  না হয় তাহলে  কেন  মিছে কষ্ট পাওয়া ।  আসলে নিজের পথে অনুসারি না পাওয়ার জন্যই কি এমনটা হয় । অনেক অনেক প্রশ্ন করতে ইচ্ছে করে আবার  উত্তর পাবো না বলে বলা হয়ে ওঠেনা । এই তো চলে জাচ্চে সময় কোনদিন যে শেষ  হইয়ে যায় জীবনের সব গল্প । আমাদের  দুর্দিনের  সময়ে পথে ক্লান্ত পথিক আমি চলেছি একা পথ সেই কোন  বাসনা নেই কোন লোভ । শুধু আশা ভালো থাকুক সবাই  যুগ যুগ ধরে   




Comments

Popular posts from this blog

নিয়মের বাইরে একদিন

কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...

System Analysis Design and development

Question Bank Lesson1: অতি - সংক্ষিপ্ত 1.       সিস্টেম কি ? 2.       সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? 3.       ওপেন সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? 4.       ইনফর্মেশন এর প্রকারভেদ লিখ ? 5.       ইন্টার ‌ ্যাকশন বলতে কি বুঝ ? সংক্ষিপ্ত 6.         সিস্টেম বলতে কি বুঝায় ? 7.       সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো কি কি ? 8.       ইনফর্মেশন এর গুনাবলি লিখ ? 9.       কম্পিউটার বেস ইনফর্মেশন এর প্রয়জনিতা লিখ ? 10.   ওপেন সিস্টেম এবং ক্লোজড সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? রচনামূলক 11. সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? Lesson 2 1.       Organization এর প্রকারভেদ দেখাও ? 2.       সিস্টেম development এর ধাপগুলো বর্ণনা করো 3.   ...

সিস্টেম এনালাইসিস

সিস্টেম এনালাইসিস অতি- সংক্ষিপ্ত (২*৫)=১০ ১। সিস্টেম বলতে কি বুঝায় ? ২। সিস্টেম ডেভেলপমেন্ট এর লাইফ সাইকেল এর ধাপ গুলো লিখ ? ৩। সিস্টেম এনালাইসিস কাকে বলে ? ৪।   ইনফরমেশন গেদারিং টুলস    এর তালিকা লিখ ?   ৫। DFD কাকে বলে ? ৬। ইনফরমেশন এর প্রকারভেদ ? ৭।   সিস্টেম এনালিস্ট কাকে বলে ? ৮। ডাটা ডিকশনারি বলতে কি বুঝ ? ৯।   সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? ১০। ওপেন সিস্টেম কাকে বলে সংক্ষিপ্ত (৩*৬)=১৮   ১১ । DFD অঙ্কন এর নিয়ম গুলো লিখ ? ১২ ।   বিভিন্ন ধরনের Closed Questionnaire এর প্রকারভেদ লিখ ? ১৩। । ইউজার রিকুয়েস্ট ফর্ম এর ফিল্ড গুলো লিখ ? ১৪। । একজন সিস্টেম   এনালিস্ট ও প্রোগ্রামের এর মাঝে পার্থক্য লিখ ? ১৫ । কম্পিউটার-বেস ড ইনফরমেশন এর গুরুত্ব লিখ ? ১৬ । ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? ১৭। ইনফরমেশন এর   গুনাবলি লিখ ? ১৮। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ব্যাখ্যা কর। ১৯। একজন সিস্টেম এনালিস্ট এর কি কি অতীত অভিজ্ঞতা দরকার হয় ২০। সিস্টেম   এনালাইসিস এর ক্ষেত্রে   প্ল...