
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
ক্লাস টেস্ট পরীক্ষা ২০১৯
বিষয়ঃ নেটওয়ার্ক এন্ড ডাটা সেন্টার অপারেশন
(৬৬৬৬৫ )
টেকনোলজিঃ
কম্পিউটার (৬ষ্ঠ )
সময়ঃ ৪০ মিনিট
|
পূর্ণমান : ১৬
|
[ ক ও খ বিভাগ এর সকল এবং গ বিভাগ থেকে 1 টি
প্রশ্নের উত্তর দাও ]
ক বিভাগ ( 1*৫
=5)
১। মিডিয়া আসেক্স কন্ট্রোলের টেকনিকগুলো লিখ ?
২। ইথারনেট কাকে বলে ?
৩। ক্লাউড কম্পিউটিং সিস্টেম এর বিবেচ্য বিষয় গুলো লিখ ?
৪। লিজিং কি ?
৫। ডাটা সেন্টার বাবস্থপনা বলতে কি বুঝায় ?
খ বিভাগ ( 2*3
=6 )
৬। 10 base 2 ইথারনেট স্পেসিফিকেশন বর্ণনা কর?
৭। সি এস এম এ এর টেকনিক গুলো লেখ ?
৮। ডাটা সেন্টার সিকিউরিটি এর কাঠামো প্রধান বৈশিষ্ট্য গুলো
লিখ ?
গ-বিভাগ
(১*৫=৫ )
৯ । OSI মডেলের লেয়ারগুলো বর্ণনা
কর?
১০। ডাটা সেন্টার এ কমিশনিং ও ডি কমিশনিং সিস্টেম লিখ ?
১১। ডাটা সেন্টার এর জরুরি অবস্থার ধরন ও প্লানের বর্ণনা
দাও

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
ক্লাস টেস্ট ২০১৯
বিষয়ঃ ডাটা কমিনিউকেশন অ্যান্ড নেটওয়ার্ক (66644)
টেকনোলজিঃ
কম্পিউটার (৪র্থ )
ক
বিভাগ এর সকল এবং খ বিভাগ থেকে ৩ টি এবং গ বিভাগ থেকে ১ টি প্রশ্নের উত্তর দাও
সময়
ঃ ৪০ মিনিট
পূর্ণমান ঃ ২১
ক-বিভাগ
(২*৫=১০)
১।
নেটওয়ার্ক
টপোলজি কি বুঝ?
২। পয়েন্ট
টু পয়েন্ট কমিউনিকেশন কাকে বলে? কাকে বলে ?
৩।
10base5 দিয়ে কি বুঝায়?
৪।
একটি ক্লাস এ এর আই পি অ্যাড্রেস লিখ ?
৫
। নেটওয়ার্ক মিডিয়া নিরবাচন এর বিবেচ্য বিষয় গুলো লিখ ?
খ বিভাগ (৩*৩=৬)
৬
। অপটিক্যাল ফাইবার এর সুবিধা লিখ ?
৭
। চিত্র একে ক-এক্সিবল কাবলের গঠন বর্ণনা কর ?
৮
। মাইক্রোওয়েভ কমিনিউকেশন সিস্টেম বর্ণনা কর ?
৯
। ইউ টি পি ও এস টি পি ক্যাবলের মাঝে পার্থক্য লিখ ?
গ বিভাগ (১*৫=৫)
১০
। ম্যাক অ্যাড্রেস কি এটি কোথায় থাকে
বর্ণনা কর ?
১১
। আই পি অ্যাড্রেস কত প্রকার ও কি কি বর্ণনা কর ?
১২
। নেটওয়ার্ক প্রোটকল এর কার্যাবলী লিখ ?
0 comments:
Post a Comment
thank you for your comments