লোকে অনেক কথাই বলবে তাই বলে কি সব কোথা
শুনতে আছে নাকি । প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন কথা বলার ধরন আচরণ সব কিছুই ভিন্ন হবার পরও কেন এই মিছে প্রত্যাশা আমাদের । আমরা
সব কিছুই তো বুঝি নিজের ভালো মন্দ , নিজের
স্বার্থ কেন নিজের স্বার্থের সাথে অন্নকে টেনে এনে অসুখি হই। এটা আমাদের মনের ভিতরের একটা কল্পনা আমাদের মানুষটি আগে ভালো ছিল
এখন নেই । যদি বলি কিভাবে বুঝতে পারলে সবাই বলে উঠবো এই টুকু বুঝার মত বয়স হয়েছে ।
আমার বয়স তো হাওয়ার বাড়েনি । বুঝি সবই বুঝি । প্রশ্ন একটা উত্তর অনেক গুলো । এত উত্তর
কেও হয়তো ভাবতেই পারেনি । আর যে মানুষটি বলছে
সে হয়তো অই সময় ভাবেনি যে যা বলেছে তার সব গুন গুলো তার মাঝেই আছে । নিজেকে ভালো সবাই রাখতে চাই কিন্তু কয়জনই
বা সেটা পারে । বেশি ভাগ মানুষ ই পারেনা । কেন পারেনা যদি জানতে চান তাহলে আমাকে বলতেই
হবে যে মানুষ কোণ দিন কারও কাছ থেকে প্রত্যাশা বাদ দিতে পারবেনা তাই । মন খারাপ করবে কিন্তু সাথে সাথে সে ভাববে যে
কোণ এক সময় সেই মানুষটি এসে তাকে তার রাগ ভাঙ্গাবে কিন্তু সেই সময় আর আসেনা । মনের
না বলা কথা গুলো বাড়তে বাড়তে একটা সময় অনেক
দূর চলে যায় । তখন ই হয়তো কারও প্রতি ঘৃণা চলে আসে । যে মানুষটি অন্য মানুষটিকে ঘৃণা করছে সে হয়তো
নিজেই জানেনা সে অন্য চোখে কতটা ঘৃণা অথবা ভালোবাসার পাত্র । জানতে কোণ দিন চাইনি ।
সময়ের সাথে পাল্লা দিয়ে আজ সবাই অনেক দূরে কেও বা আচরণে বিরক্ত আবার কেও বা অনেক জমানো কথা না বলতে পেড়ে ছেড়ে দিয়ে গেছে । আবার
অনেক সময় কিছু বানী দিয়ে যায় সেটা হল ভালো থেকে না হয় ভালো হয়ে যেও । আবার কেউ কেউ চোখ রাঙ্গানি
খেয়ে থাকে । আমরা সবাই নিজেদের অবস্থান কে মজবুত করতে চাই তাই হয়তো অনেকের কাছে ভালো
থাকি আবার অনেক এর কাছে খুবই খারাপ মানুষ হিসেবে পরিচিতি লাভ করি । যেমন একটা ছোট অভিজ্ঞতা
শেয়ার করি কলেজ লাইফের অনেক স্যার এর প্রিয় থাকতে কত কাজ করেছি । যেমন ধরেন স্যার বাসা
পরিবর্তন করবে এক জনকে ডাকল সাথে সাথে আরও অনেক জন মিলে সেখনে যাওয়া কারন সবাই ভাবতাম
যে স্যার এর কাছে অই ভালো থাকবে আমরা সবাই দূরে থাকব সেটা হবে না । এমন ও অনেক হয়েছে যে একজন যাবার কথা ১০ জন গিয়েছি আর যারা
শুনেছে তারাও এসেছে এসে দেখা আমারা চলে আসছি না হয় কাজ শেষ । এক সাথে বল খেলা আড্ডা
দেওয়া সব কিছুই একটাই কারন ছিল তাদের সানিদ্ধ পাওয়া । কিছুটা পেয়েছি কোণ কারনে না পেয়ে অনেক হতাশায় ভুগেছি । কিন্তু এর
মাঝে যেঁটুকু প্রাপ্তি ছিল সেটাই অনেক । আজ
আমি অই রকম এক অবস্থায় দাড়িয়ে কিন্তু একটু ভিন্নও পরিবেশে । এখন মনে হলে অনেক সময় হাসি পায়
আবার অনেক কান্না ও পায় কারন তাদের সামান্য
কারনে অনেক ভুল বুঝেছি । একটা সময় তো সম্পর্ক ই ভেঙ্গে গিয়েছিল । আর যখন বুঝতে পারছি
তখন সময় নেই । প্রত্যাশা মানুষকে অনেক ভালো রাখে বলব না আবার খারাপ ও রাখেনা কিন্তু
সেটা যদি অনেক বেশি চাওয়া না হয় । সব কিছুর যেমন একটা সিমা আছে সেটা অতিক্রম করা কারও জন্যই ভালো নয় ।
যে ভুলটা আমি করেছিলাম তাই হয়তো কলেজ এর শেষ
কয়টা দিন অনেক কষ্ট পেয়েছি । কিন্তু কালের স্রোতে সব ভুলেই গেছি আজ তাদের জন্যই মন
কাদে কেন এমন হল সেটা প্রশ্নটা বড় নয় । কেন ভুল বুঝেছিলাম সেটাই বড় । অই সময় তো বুজতে পারিনি একদিন তাদের কথা মনে করে মনখারাপ হবে
কত বুদ্ধি তো দিতাম ভালো হইয়েন । ভালো আচরণ
করতে শিখেন । কত কথা । প্রতিটি মানুষ আলাদা
আর সেই জন্য সবার উপর এক ধরনের প্রত্যাশা যেমন আপনাকে আমাকে ভাবাবে
তেমনি কষ্ট দিবে । সবাইকে সমান ভাবে ভালোবাসা উচিত জাতে করে কষ্টটা কম হয় আর প্রতিদান
আসা করাটা বোকামি ছাড়া কিছুনা । তবুও মানুষ
প্রতিদান আসা করে ।করবেই আর কষ্ট পাবে । ।নুতুন
এর আগমনে পুরাতন কে নিয়ে বিরক্তি সেটা না থাকাই ভালো । সময়ে অবস্থার পরিবর্তন হয় মানুষের মনের পরিবতন হয় ।কিন্তু বাক্তি
মানুষের পরিবর্তন হয় না
কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...
Comments
Post a Comment
thank you for your comments