আসলে নিজের ভারসাম্য ধরে
রাখাটা একটা মানুসের অনেক বড় গুন সবাই নিজের ভারসাম্য ধরে রাখতে পারে না এই জন্যই
অনেক এ অনেক কিছুই হারায়। জীবনের জত টুকু ভালোলাগা আছে। তার চেয়ে অনেক বেশি গুন আচে নিজেকে ঝালিয়ে নেবার
সুজুগ । আমাদের প্রতিদিন জা ঘটে সব ঘটনা কি মন এ ধরে রাখা জায় । জায় না তাই ভিন্ন
কিছু ভাবতে হয় । চলতে হয় ভিন্ন পথে কোন
রাস্তা আমাদের জন্য সহজ না আর এটা ভেবে মন খারাপ করার কিছুই নেই যে সবাই
আমাকে বুঝবে সবাই আমার আনুগত্য স্বীকার করবে যদি এটাই না হত তাহলে আমাদের ধর্মের
মনিষী দের এই অবস্থা হতোনা। মনশুর হেল্লাজ
এর জীবনীতে পাওয়া জায় যে তার জ্ঞানের প্রকাশ করতে গিয়ে কি কষ্ট না তাকে করতে হয়েছে
। একটা সময় মানুস ভুল অ স্বীকার করেছে কিন্তু যে সময় আর তাকে পাওয়া জায় নি । আবার
ঈসা(আঃ) এর জীবনের ঘটনাতে এইরকম পাওয়া যায়। আল্লাহ যাদের কে মনোনীত করে পাঠিয়েছেন
তাদের জীবনের এই করুন পরিনতি জীবনকে ভাবিয়ে
তলে তারপর অ তারা পথ হারা হন নি । প্রচার করে গেছেন মানবতার মুক্তির পথ।
তাদের মত আদর্শ বান ত আমরা নই কেন তারপর অনেক বেশি আসা করি । নিজেকে প্রশ্ন বকরতেই
আজ ভুলে গেছি কোথায় আমার যাত্রা থামবে আমি
কোথায় যাবো। পথ জানা নেই তবুও আশায় বুক
বেধে রাখি ভাব্যে তুলি নিজেকে আর হারিয়ে যায় নিজের কল্পনা থেকে একটা সময় আসে যখন আর
নিজেকে বুঝাতেই পারিনা ।আমি এমন এক পথিক যার পথই জানা নেই । কোথায় থেকে এসেছি সেটা ত
ভাবিনি কোনদিন। সংসার এক লোভ ময় জায়গা এখানে কেও ভাল নেই সবাই ভাবনায়
ব্যাকুল নিজেকে ছারিয়ে জাবার জন্য । একটা সময় হয়তো জীবনই আমাদের ছেরে চলে যায়।
তখনও আসা বেধে রাখি জীবনের কর্ম বাড়াতে যত না
উদসাহ দেখাই তার চেয়ে অনেক অনেক বেশি নিজের আমিত্ব নিয়ে নিজেকে মাতিয়ে রাখি
। আসলে এই আমিত্ব কত দিন আমার কাছে থাকবে আর আমি কত দিন এটা ধরে রাখতে পারবো। আর
সেটা করতে হলে আমার কি করা উচিত সেটা ত আমারকেই ভাবতে হবে।
বেলা শেষে যেমন পাখিরা
ঘরে ফেরে আমি শেষ বেলায় ফিরবো । যদি কর্ম ভাল থাকে তো নিজেকে মহাকালের কাছে
ভালভাবে রাখতে পারবো আর যদি না থাকে তাহলে
আমার এই আমিত্ব কোথায় থাকবে। আর আমিই বা
কোথায় থাকব। আজ যে আমি নিজের নিজের করে সব
শেষ করে দিচ্ছি কাল তো সেই আমিই থাকবো । তারপর কেন জানি একটা পরিবর্তন আছে সেটা
আমার থেকে অনেক দূরে। এই মহাকালের কাছে আমি নিজেকে আমার মত করেই রাখতে চাই আমার
স্বপ্নের মত করে । আমাদের যে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা নেই সেটা নয় মানুস তো
আকৃষ্ট হয় অপরের কর্মের কারনে কার কর্ম যত ভাল তার আকর্ষণ ক্ষমতা তত বেশি। ভাল
আচরণ ভাল কথা এই গুলোই জীবনের সব চেয়ে ভাল
শিক্ষা এর বাইরে কোন শিক্ষা মানুষকে পরিপূর্ণ বকরে সাজাতে পারেনা । জীবন এ যত বড়
বড় ডিগ্রি নেওয়া হক না কেন । ভাল আচরণ ভাল
ব্যবহার এবং মনুষ্যত্ব এর বিকাশ না ঘটলে
সেই সবের কোন দাম ই থাকবে না । মানুস হতে চাই
অতি সাধারন মানুষ যে মানুষ কারও কোথায় রাগ করে না , সব সময় অন্নর ভাল চায়, যে
মানুষ এর দ্বারা কেও কোন দিন কোন ভাবে কষ্ট পায় না সেই মানুষ হতে চাই । কঠিন হওয়া
সহজ কিন্তু সহজ হওয়া অনেক কঠিন আমি সেই
কাজটি করতে চাই খুব সহজেই। নিজের জীবনকে দেখতে চাই অন্নের ভালোলাগার মধ্য দিয়ে ।
জীবনকে ভালবাসাতে চাই অন্নের জীবনকে
ভালবাসার মাধ্যমে। এই ছোট জীবনের পূর্ণতা চাই সবাইকে ভালবাসার মাধ্যমে । আমি
মহাকালের কাছে নিজের আমিত্ব রেখে যেতে চাই সেটা সব চেয়ে সহজ মানুষ হয়ে ।আমি অহ্নের
ভালো করার জন্য ভাবনায় ডুবে থাকবে চাই । এই
মাহাকালের কাছে যে মহারিনি হয়ে আছি সেটার ভার একটু কমাতে চাই নিজের সব কিছু
বিলিন করে । এইভাবে নিজেকে গরে তুলতে চাই
জাতে করে সবাই আমাকে দেখে ভালো না বললেও খারাপ জেন না বলে । আমি নিজেকে সেই সাধারন মানুষের মত করে ই দেখার স্বপ্ন দেখি
। যে দিন আমি হতে পারবো সেই দিন থেকে আমিও দেখাতে পারবো । আর সেই দেখানর মাঝেই নিজেকে বার বার হারিয়ে খুজে পাবো। সে দিন
আমাকে দেখেও অনেক এ ভালো বলবে আবার অনেক এর কাছে আমিই হয়ে উঠবো ভালোলাগার ভালবাসার
কারণ । আবার অনেক এর গল্পে থাকবে আমার ই ঘটে যাওয়া অনেক কথা অনেক অনেক কিছু সে দিন
হয়তো আমি থাকবো না । আমার এই পঞ্চভূত এ
গড়া দেহ থাকবে না। আমি অনেক দূর থেকে শুনতে পারবো আমার রেখে যাওয়া কর্মের ফল । হয়তো
আজকের এই স্বপ্ন আর কাওকে বলতেও পারবোনা । তারপরেও থাক না
কিছু আশা জীবনের শেষ লক্ষ্য পর্যন্ত নিজেকে জিতিয়ে নিতে অনুপ্রেরণা হয়ে । আমিও দেখবো হয়তো চলমান
জিবনের পথে বার বার পথ হারাবো কিন্তু এই বাণী এই স্বাদ আমাদের হারিয়ে জাবার পর
আবার ফিরিয়ে নিয়ে আসবে আমার স্বপ্নের পথে আমার দেখা স্বপ্ন সত্যি করতে । সেই সময়ের
অপেক্ষা থাকবো আর চেষ্টা করে যাবো সেই
লক্ষ্যে যেতে আর নিজের মধ্য নিজেকে ভালো রাখতে । পাশের মানুষদের ভালো রাখতে
নিজে ভালো থাকতে গিয়ে আমি আজ আর ভালো নেই । এমন ভালো থাকার কোন মানেই নেই । কোন স্বাদ নেই,নেই কোন ভালো ভাবনা আমি যেটা হবার স্বপ্ন দেখি সেটা না হয়ে অন্য কোন একটা হয়ে জাচ্চে আসলে এটা আমার জন্য ভুল একটা কথা । নিজের মনকে কোন দিন ই বুঝাতে পারি নাই আর পারবো কি করে সেটার জন্য তো চেষ্টা অ
করিনাই । চেষ্টা করতে গেলেই আর মন সায় দেয় না । মনের জ পরিমান জোর বা শক্তি দরকার
সেটা আমার নেই । আমি চাইলেই সব করতে পারি কিন্তু কেন জানি করা হয়ে ওঠে না । আমার
পর্ব কি এইখানেই শেষ নাকি শুরু সেটাও আমি বুঝতে পারছিনা । আমার এত বড় হবার স্বপ্ন
অথচও কাজের বেলায় কিছু নেই আমি পুরাটাই ফাকা । নিজের ধ্যান জ্ঞান সব কিছুই আজ সারা
দিচ্চে না আমার সাথে আমি একটা চলতে গিয়ে আজ রাস্তা হারিয়ে ফেলেছি । ভাবনায় আর কোন
ভালো চিন্তা নেই, নেই কোন ভাবনায় ডুবে থাকলেও
ভালো থাকা যায় সেটা মাই নিজে মানি কিন্তু সেই অবস্থায় অ আমরা নেই আমাদের কাজ কর্ম
ভাবনা সব কিছুই আমাদের থেকে অনেক আলাদা । আর মাই আমার চিন্তা থেকে অনেক অনেক দূরে
আমি আমার কাছে থেকে এত দূরে চলে আসছি যে সেই গন্তব্য জাওয়ার রাস্তা আর পাই না আমি
আমার মত চলে যাচ্ছি । আর সময় আমাকে নিয়ে করছে উপহাস আর আমি আমার মত ই আছি শুধরে
নিজেকে কবে মেলাতে পারবো সেটা আমি জানিনা । আর না জানা অর্জন নিয়ে কত দূর যেতে পারবো সেটা অ জানিনা
আমি। নিজেকে দেখতে চাই অনেক অনেক উপরে কিন্তু আমি তো পিছনের যে পিছুটান আছে । সেই
বৃত্ত থেকে বেরিয়ে আসার মত সাহস শক্তি নেই
। জানিনা এই শক্তিহীন দেহ নিয়ে কত দূর
এগিয়ে যেতে পারবো সেটাই জীবনের এবং সময়ের আলোচিত এক অবস্থা আমি যদি বের হয়ে আস্তে
পারি তাহলে হয়তো আমাকে কেও মনে রাখবে আর যদি সেটা না পারি তাহলে আমাকে পরে থাকতে হবে সেই বৃত্ত না ভাঙ্গা দের দলে আমি সেই
দলে যেতে চাই না আমি নিজের মত করে দল করে নিজের দক্ষতা এর প্রমান দিতে চাই । নিজের অবস্থানকে
অনেক উপরে নিয়ে যেতে যত কিছু করা দরকার সেটা আমাকেই করতে হবে ,না করতে পারলে হয়তো আমি আর আমার করে থাকতে পারবোনা
নিজেকে সাম্লে নিতেও আমার অনেক কষ্ট হবে তবে আমি এখনও থেকেই সাম্নের দিকে নিজের
অবস্থান নিয়ে ইগিয়ে যেতে চাই চাই । আর আমার কথা
গুলোর একটা শক্ত অবস্থান দিতে চাই জাতে করে সবাই আমার কথা শুনতে চায়। রবীন্দ্রনাথ
এর একটা কথা ছিল ইটের পরে ইট মাঝে মানুষ কিট। এই তো জীবনের অবস্থান সবারই প্রান
আছে কিন্তু কেউ অনেক কিছুই ভাবতে পারছে আর কেও কোন কিছু না ভেবেই দিন পার করছে ।
তার দিকে থেকে সে ভালোই আছে কিন্তু একটা
কিট অ তেমন ভালো থাকে কিন্তু মানুষের আর কিতের মাঝে যদি বাবধান তা কোথায় সেটাই
আমাদের বের করতে হবে । আমি আপনি যে যেটাই করি না কেন ভিতরের কিটকে
আগে মেরে ফেলতে হবে তবেই তো ভালো একটা মান্মুস হওয়া যেতে পারে । এটাও সত্যি যে আমাদের ভিতরে তো একটা কিট ববাস
করে না যত গুল আছে সব গুল মেরে ফেলতে হবে না হলে ।আমাদের ক্ষুদ্র অর্জন গুলোই
একদিন খেয়ে ফেলবে । আমাদের সবার উচিত ছোট ছোট অর্জন গুলো কে মেরে না ফেলে ধরে
রাখা আর সেই গুলকে অনেক অনেক বড় করা জাতে করে একদিন গর্ব করে বলা যায় আমার কিছু না থাকলেও সামান্য অর্জন আছে
0 comments:
Post a Comment
thank you for your comments