সুন্দর একটা সকাল এর জন্য সবার চেয়ে আশা থাকে সেই আশাকে বাস্তবায়ন করার জন্য আমাদের অনেক প্ররিশ্রম করতে হয় । সেই সকাল এর চাওয়া সব সময় আমাদের নিজেদের মত করে হয় । তবুও আশা নিয়ে বুক বাধতে হয়। আর সোনালি দিনের সেই ভোর পাওয়া তো সহজ নয় । প্রতিদিন আমাদের কত স্বপ্ন দিয়ে দিন শুরু হয় আর সেই স্বপ্ন খুব নিমিষেই শেস হয়ে । আমি যে এই প্রব্লেম এ পরবো সেটা অনেক আগেই চিন্তা করতে পেরেছিলাম। কিন্তু সেই কাজটা যে এত কঠিন হবে সেটা ভাবতে পারিনি । জিবনের প্রতিটি ধাপে ধাপেই মানুষের কাছ থেকে শেখার আছে অনেক কিচু আপ্নাই একজন বাদাম ওয়ালা কিংবা একজন মুচির কাছ থেকে যত গুল ভাল জিনিস শিখতে পারবেন । মাস্টার্স পাস একজনের কাছ থেকে এত ভাল জিনিস শিখতে পারবেন না । কেন না একজন নিম্ন শ্রেনির মানুষ তার কাজে ফাকি দেওয়া বুঝে না তার কাছে কাজ করে যাওয়াটাই ধর্ম কিন্তু আমাদের মত শিক্ষিত সমাজ তো ফাকি দেওয়ার জন্য নিজের মত করে আইন পাস করে থাকি । আমরা সব বুঝি সব ই মানি কিন্ত গল্পের মত জা বলেন সব ই ঠিক শুধু তাল গাছ আমার । আমাদের এই ভাবধারা যত দিন না পরিবর্তন করতে পারবো। তত দিনের নিজের মনের উন্নতি হবে না । আমরা যে জ্ঞান অর্জন করে নিজেদের উন্নতি চাই সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন । সত্যি কি চাই সেটা । আর আমরা জদি তাই চাই তাহলে আমাদের অর্জিত জ্ঞান কেন আমাদের মুক্তি দেয় না । কেন অন্য এর সমালোচনা করতে এক্তু চিন্তা করায় না । সেই জ্ঞান কি আমাদের মুক্তি দিতে পারবে । জ্ঞান তো মানুস কে মুক্তি দেয় কিন্তু আমাদের কেন দিচ্চে না । তার মানে তো এমন না যে আমরা জ্ঞান অর্জনের জন্য চেষ্টাই করি না । তাহলে কি আমাদের স্বার্থ সিদ্ধ এর জন্যই কাজ করে থাকি। জেই জ্ঞান মানুষকে মুক্তি দেয় না সেই জ্ঞান দিয়ে কোন লাভ নেই। আমাদের ভাবনায় অনেক ভুল আছে চিন্তায় অনেক পরিবর্তন আনতে হবে আমাদের, কিন্তু কই সেই আমাদের জ্ঞানের ধারা যে ধারা দিয়ে মানুষ হতে পারবো । যদি আমরা ভাল একজন মানুষ ই না হতে পারি তাহলে কি হল এত জ্ঞান অর্জন করে আমাদের ধর্মীয় জ্ঞান এ আমাদের বলা আছে গীবত করা মহাপাপ কিন্তু আমাদের সকাল ই তো সুরু হয় গীবত দিয়ে । কারও এই গীবত দিয়ে সুরু করেই মজা পায় সত্যি বলতে তারা জানে না যে কারও গীবত করছে । যদি আপনি তাদের বলেন
কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...
Comments
Post a Comment
thank you for your comments