Saturday, September 8, 2018

ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার পরিচালনা

      যদি খুব  ছোট করে বলি তাহলে ওয়ার্ড প্রসেইং
  হল এমন একটা পদ্ধতি বা সিস্টেম যার মাধ্যমে

  আমরা কম্পিউটার বিভিন্ন জিনিস লেখালেখি
  করে থাকি
      যেমন আমাদের অনেক সময় বিভিন্ন জিনিস পত্র
 লিখে রাখার দরকার হয়
       আমাদের সবার আগে জানা উচিত যে আসলে

  ওয়ার্ড প্রসেসিং বলতে কি বুঝি এবং কেন এই
  কাজটা করা হয়
      তখন আমরা যে কাজটা পরিচালনা করি তাকে
   বলা হয় ওয়ার্ড প্রসেসিং
      সেই কাজটা আমরা খাতা কিংবা কম্পিউটার  
 করতে পারি
      যদি কাজটা কপম্পিউতার করা হয় তখন
  তাকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বলে
      যে সফটওয়্যার এর  দ্বারা আমরা ডাটা বা ওয়ার্ড সমূহ কম্পিউটার লিখা ডিজাইন করা প্রসেসিং করে থাকি তাকেই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলে
      এই কাজের জন্য মাইক্রোসফট কোম্পানি বিভিন্ন সফটওয়্যার  বাজারে রয়েছে  যেমন মাইক্রোসফট ২০০৭,২০১০,২০১৩, ২০১৬
      প্রতিটি সফটওয়্যার ইন্সটল এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্কিত কাজটি করে নিতে পারি
 
 

0 comments:

Post a Comment

thank you for your comments