•
যদি খুব ছোট করে বলি তাহলে ওয়ার্ড প্রসেইং
হল এমন একটা পদ্ধতি বা সিস্টেম যার মাধ্যমে
আমরা কম্পিউটার এ বিভিন্ন জিনিস লেখালেখি
করে থাকি
•
যেমন আমাদের অনেক সময় বিভিন্ন জিনিস পত্র
লিখে রাখার দরকার হয়
•
আমাদের সবার আগে জানা উচিত যে আসলে
ওয়ার্ড প্রসেসিং বলতে কি বুঝি এবং কেন এই
কাজটা করা হয়
•
তখন আমরা যে কাজটা পরিচালনা করি তাকে
বলা হয় ওয়ার্ড প্রসেসিং
•
সেই কাজটা আমরা খাতা কিংবা কম্পিউটার এ
করতে পারি
•
যদি কাজটা কপম্পিউতার এ করা হয় তখন
তাকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বলে
•
যে সফটওয়্যার এর দ্বারা আমরা ডাটা বা ওয়ার্ড সমূহ কম্পিউটার এ লিখা ডিজাইন করা প্রসেসিং করে থাকি তাকেই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলে
•
এই কাজের জন্য মাইক্রোসফট কোম্পানি বিভিন্ন সফটওয়্যার বাজারে রয়েছে যেমন মাইক্রোসফট ২০০৭,২০১০,২০১৩, ২০১৬
•
প্রতিটি সফটওয়্যার ইন্সটল এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্কিত কাজটি করে নিতে পারি ।
0 comments:
Post a Comment
thank you for your comments