Monday, September 24, 2018

মাল্টিমিডিয়া সাজেশন


 
মাল্টিমিডিয়া অ্যান্ড সিস্টেম এলালাইসিস                                       
অতি-  সংক্ষিপ্ত (৫*২)=১০
১। মাল্টিমিডিয়া সিস্টেম কাকে বলে ?
২। ভিডিও কাপচার কার্ড কেন ব্যবহার করা হয় ?
Plug and play বলতে কি বুঝ?
সাম্পলিং কাকে বলে ?
ইমজে বলতে কি বুঝ?
 মাল্টিমিডিয়ার এর ৪ টি ব্যবহার লিখ ?
৭। মাল্টিমিডিয়া এর সুবিধা লিখ ?
৮। মাল্টিমিডিয়া স্টুডিও কাকে  বলে ?
৯। মাল্টিমিডিয়া সিস্টেম এর বিভিন্ন অংশের নাম গুলো লিখ ?
১০। ইমেজ কম্প্রেশন বলতে কি বুঝায় ?

সংক্ষিপ্ত(*) = ২০
১১ বাইটোনাল ইমেজ এর বৈশিষ্ট্য লিখ ?
১২ ব্লক ডায়াগ্রাম সহ ইনপুট প্রসেসিং এর কার্যাবলী বর্ণনা কর?
১৩ আমাদের জীবনে মাল্টিমিডিয়ার এর প্রয়জনিয়তা লিখ ?
১৪ পাঁচটি মাল্টিমিডিয়া সফত্বারীর নাম লিখ ?
১৫ মাল্টিমিডিয়ার এর সামাজিক ও মানসিক সমস্যা  গুলো লিখ
১৬। ডাটা  এনকোডিং কাকে  বলে ?
১৭। কালার ইমেজ এর বৈশিষ্ট্য লিখ ?
১৮। ডিসক্রিট সিগন্যাল বলতে কি বুঝ ?
১৯। মাল্টিমিডিয়া সিস্টেম এর আর্কিটেকচার অঙ্কন কর ?
২০। মাল্টিমিডিয়া সফটওয়ারের উদাহরণ লিখ ?
রচনা-মুলুক (২*১০ )=২০ 
 ২১।বিভিন্ন ধরণের  মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট  টুলস  এর  বর্ণনা লিখ ?
২২। বিভিন্ন প্রকার কম্প্রেশন পদ্ধতি আলোচনা কর ?
২৩। JPEG কম্প্রেশন পদ্ধতি আলোচনা কর?
২৪। দৈনন্দিন  জীবনে মাল্টিমিডিয়ার এর প্রভাব লিখ ?



0 comments:

Post a Comment

thank you for your comments