Skip to main content

পূর্বরাগের অসম্পূর্ণ খসড়া

মার্টিন কোম্পানির ন্যারোগেজ ছোট লাইনের ট্রেনটা বর্ধমান থেকে ছাড়ব ছাড়ব করছে। এর গন্তব্য কাটোয়া। শনিবারের শেষ ট্রেন রাত সাড়ে নয়টায় ছাড়ে। একমাত্র শনিবারেই আছে এই ট্রেনটা। অন্যান্য দিন সন্ধের ট্রেন সাড়ে আটটায় ছেড়ে যায়। আজও গিয়েছে। সেই ট্রেনটা আমি আজ পাইনি। পাবার চেষ্টাও করিনি। হন্তদন্ত হয়ে বরং মিনিট দশেক আগে একটা ইন্টারক্লাস কামরায় উঠে বসেছি। শীতকালের মাঝামাঝি, জাঁকিয়ে বসেছে জাড়কাল। কামরা প্রায় ফাঁকা। একজন, দুজন প্যাসেঞ্জার কামরার একোণে-সেকোণে মুখে চাদর বা ধুতির খুট জড়িয়ে বসে আছে। আমি জানি, এই শীতে এর বেশি প্যাসেঞ্জার হবেও না। যারা এখানে আছে তারা কেউ কোনো কথাও বলবে না, নিজের নিজের স্টেশনে ট্রেন থামলেই টুক করে নেমে যাবে। এত ঠান্ডায় কামরায় কামরায় চেকার-টেকারও তেমন আসে না। আশপাশে যাঁদের দেখছি, এরা কেউই টিকিট কেটেছে কিনা সন্দেহ। আমি একটা স্কুলে মাস্টারি করি, অকারণ ভদ্রতার খাতিরে টিকিট একটা কেটেছি। টিকিটহীন যাত্রীদের তরফ থেকে কেনা হলো ভেবে মনে মনে একটু অহংকারও এল বোধ হয়।

আরে, ছাড়ছে না কেন ট্রেনটা? ইঞ্জিনটা ঘুরিয়ে সামনের দিকে লাগানো হয়েছে অনেকক্ষণ হলো। ফোঁস ফোঁস নিশ্বাস ফেলছে সেটা। প্ল্যাটফর্ম শূন্য—যারা যাত্রীদের, আত্মীয়স্বজনদের উঠিয়ে দিতে এসেছিল, তারা অনেক আগেই চলে গেছে। আহ, এবার মনে হয় ছাড়বে। রেলের গার্ড সাহেব দেখছি গদাই লস্করি চালে হাতে লণ্ঠন, হুইসেল, সবুজ পতাকা ইত্যাদি নিয়ে স্টেশনঘর থেকে বেরিয়ে এলেন। দু-তিনজন চেকারও তাঁর সঙ্গে গাড়িতে উঠলেন।

সবাই জানে, মোটামুটি দূরপাল্লার রেলগাড়িগুলো ছাড়বার ঠিক আগের মুহূর্তে স্টেশনের মধ্যে একটা থমথমে ভাব তৈরি হয়। একটু যেন তটস্থ। ঢং ঢং করে গাড়ি ছেড়ে দেবার ঘণ্টা অনেক আগেই বাজানো হয়ে গেছে। কয়লার ইঞ্জিন থেকে হঠাৎ একটা আগুনে হাওয়ার ঝটকা এসে মুখে লাগল—গ্রীষ্মকালের দুপুরের উত্তপ্ত বাতাস যেন এই শীতকালেও হানা দিচ্ছে। ট্রেন ছাড়ার হুইসেল বাজিয়ে আর সবুজ পতাকা দুলিয়ে গার্ড সাহেব জানিয়ে দিলেন, গাড়ি এখন ছেড়ে দিতে পারে। সঙ্গে সঙ্গে আরেকবার ইঞ্জিন থেকে চালক ঘাড় ফিরিয়ে পুরো প্ল্যাটফর্মটা দেখে নিয়ে গাড়ি ছাড়ার বাঁশি বাজিয়ে দিল।
ঠিক তখনই দেখতে পেলাম, দুটি যুবক এক তরুণীকে সঙ্গে নিয়ে স্টেশনঘর থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গার্ড সাহেবকে তক্ষুনি গাড়ি না ছাড়তে অনুরোধ করল। ভাগ্যিস, ড্রাইভারও তাদের দেখতে পেয়েছিল। যুবক দুটি তরুণীটিকে সঙ্গে নিয়ে আমি যে ইন্টারক্লাস কামরায় বসেছিলাম, সেখানেই উঠে এল। মাত্র একটাই তো ইন্টারক্লাস কামরা। মহিলাকে তারা আমার পাশে না বসিয়ে মুখোমুখি বেঞ্চে বসিয়ে দিল। আমার দিকে চেয়ে একজন যুবক বলল, ‘এই কামরা তো একেবারেই ফাঁকা, আপনি আপনার স্টেশনে নেমে যাওয়া পর্যন্ত যদি এঁর দিকে খেয়াল রাখেন তাহলে ভালো হয়।’
মাথা ঝুঁকিয়ে আমি বললাম, ‘একটুও চিন্তা করবেন না, আমি যে স্টেশনে নেমে যাব, সে পর্যন্ত যদি এই কামরায় উনি থাকেন, ওঁর কোনো বিপদ হবে না। কিন্তু তার পরের কোনো স্টেশনে যদি ওঁকে নামতে হয়, তাহলে তো আমার করার কিছু নেই।’

Comments

Popular posts from this blog

নিয়মের বাইরে একদিন

কে যে কখন কার মন ভালো করার কারন হবে সেটা কেও বলতে পারে না । এই জন্যই জীবন এত সুন্দর এত মধুর ভালোবাসা আছে বলেই হয়তো এই জিনিস গুলো ভালো লাগে । জীবন কি এক কোথায় এর কোণ উত্তর নেই তাই তো জীবন এর উত্তর দিতে হলে অনেক ভাগে অনেক ভাবে দেওয়া যায় ।জীবনের সব সময় যে সুন্দর সেটা বুঝতে বাকিনেই । কোণ এক হালকা বাতাস আপনার জীবনকে মোর দিতে পারে নিয়ে যেতে পারে অন্নদিকে । তেমনি আমি একজন যার কোণ চালচুলো না থাকলেও আছে ভালো থাকার অনেক অনেক মাধ্যম । যাদের সাথে মনের মিল ভাবের মিল হয় তাদের সাথে সবাই চলতে ভালোবাসে আর সেই ভালোবাসাই মনের গভীরে বাধাই করে রাখার মত । আজ ২৯.৬.১৯ দিন শুক্রবার সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি যার মুক্ষম উদাহরন হল আজ জুম্বার এর নামাজে যাওয়াই হয়নি । তার পর আলসেমি ক্রএ সারাটা দিনপার । ঘুমিয়ে ভালো স্বপ্ন দেখছিলাম পড়ে সেই স্বপ্ন নিয়ে চিন্তা করছিলাম কেন এটা দেখলাম অনেক জানা অজানা কারন মনে পড়ল । ভাবতে ভাবতে আবার ঘুম এক সারা দিনটাই যেন ঘুম কে দিয়ে দিয়েছি , তাই আর কোণ ভাবনা নেই বাইরে যাবো সেটা ভাবনায় নেই । তারপরও এক ছাত্রের কল পেয়ে চলে গেলাম বাইরে । ভাবিনি এত ভালো কাটবে বাকিটা সময় । একটু বর্ণনা করি ...

System Analysis Design and development

Question Bank Lesson1: অতি - সংক্ষিপ্ত 1.       সিস্টেম কি ? 2.       সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? 3.       ওপেন সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? 4.       ইনফর্মেশন এর প্রকারভেদ লিখ ? 5.       ইন্টার ‌ ্যাকশন বলতে কি বুঝ ? সংক্ষিপ্ত 6.         সিস্টেম বলতে কি বুঝায় ? 7.       সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো কি কি ? 8.       ইনফর্মেশন এর গুনাবলি লিখ ? 9.       কম্পিউটার বেস ইনফর্মেশন এর প্রয়জনিতা লিখ ? 10.   ওপেন সিস্টেম এবং ক্লোজড সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? রচনামূলক 11. সিস্টেম এর উপাদানগুলো বর্ণনা করো ? Lesson 2 1.       Organization এর প্রকারভেদ দেখাও ? 2.       সিস্টেম development এর ধাপগুলো বর্ণনা করো 3.   ...

সিস্টেম এনালাইসিস

সিস্টেম এনালাইসিস অতি- সংক্ষিপ্ত (২*৫)=১০ ১। সিস্টেম বলতে কি বুঝায় ? ২। সিস্টেম ডেভেলপমেন্ট এর লাইফ সাইকেল এর ধাপ গুলো লিখ ? ৩। সিস্টেম এনালাইসিস কাকে বলে ? ৪।   ইনফরমেশন গেদারিং টুলস    এর তালিকা লিখ ?   ৫। DFD কাকে বলে ? ৬। ইনফরমেশন এর প্রকারভেদ ? ৭।   সিস্টেম এনালিস্ট কাকে বলে ? ৮। ডাটা ডিকশনারি বলতে কি বুঝ ? ৯।   সিস্টেম এর বৈশিষ্ট্য গুলো লিখ ? ১০। ওপেন সিস্টেম কাকে বলে সংক্ষিপ্ত (৩*৬)=১৮   ১১ । DFD অঙ্কন এর নিয়ম গুলো লিখ ? ১২ ।   বিভিন্ন ধরনের Closed Questionnaire এর প্রকারভেদ লিখ ? ১৩। । ইউজার রিকুয়েস্ট ফর্ম এর ফিল্ড গুলো লিখ ? ১৪। । একজন সিস্টেম   এনালিস্ট ও প্রোগ্রামের এর মাঝে পার্থক্য লিখ ? ১৫ । কম্পিউটার-বেস ড ইনফরমেশন এর গুরুত্ব লিখ ? ১৬ । ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেম এর মাঝে পার্থক্য লিখ ? ১৭। ইনফরমেশন এর   গুনাবলি লিখ ? ১৮। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ব্যাখ্যা কর। ১৯। একজন সিস্টেম এনালিস্ট এর কি কি অতীত অভিজ্ঞতা দরকার হয় ২০। সিস্টেম   এনালাইসিস এর ক্ষেত্রে   প্ল...