আরে, ছাড়ছে না কেন ট্রেনটা? ইঞ্জিনটা ঘুরিয়ে সামনের দিকে লাগানো হয়েছে অনেকক্ষণ হলো। ফোঁস ফোঁস নিশ্বাস ফেলছে সেটা। প্ল্যাটফর্ম শূন্য—যারা যাত্রীদের, আত্মীয়স্বজনদের উঠিয়ে দিতে এসেছিল, তারা অনেক আগেই চলে গেছে। আহ, এবার মনে হয় ছাড়বে। রেলের গার্ড সাহেব দেখছি গদাই লস্করি চালে হাতে লণ্ঠন, হুইসেল, সবুজ পতাকা ইত্যাদি নিয়ে স্টেশনঘর থেকে বেরিয়ে এলেন। দু-তিনজন চেকারও তাঁর সঙ্গে গাড়িতে উঠলেন।
সবাই জানে, মোটামুটি দূরপাল্লার রেলগাড়িগুলো ছাড়বার ঠিক আগের মুহূর্তে স্টেশনের মধ্যে একটা থমথমে ভাব তৈরি হয়। একটু যেন তটস্থ। ঢং ঢং করে গাড়ি ছেড়ে দেবার ঘণ্টা অনেক আগেই বাজানো হয়ে গেছে। কয়লার ইঞ্জিন থেকে হঠাৎ একটা আগুনে হাওয়ার ঝটকা এসে মুখে লাগল—গ্রীষ্মকালের দুপুরের উত্তপ্ত বাতাস যেন এই শীতকালেও হানা দিচ্ছে। ট্রেন ছাড়ার হুইসেল বাজিয়ে আর সবুজ পতাকা দুলিয়ে গার্ড সাহেব জানিয়ে দিলেন, গাড়ি এখন ছেড়ে দিতে পারে। সঙ্গে সঙ্গে আরেকবার ইঞ্জিন থেকে চালক ঘাড় ফিরিয়ে পুরো প্ল্যাটফর্মটা দেখে নিয়ে গাড়ি ছাড়ার বাঁশি বাজিয়ে দিল।
ঠিক তখনই দেখতে পেলাম, দুটি যুবক এক তরুণীকে সঙ্গে নিয়ে
স্টেশনঘর থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গার্ড সাহেবকে তক্ষুনি গাড়ি
না ছাড়তে অনুরোধ করল। ভাগ্যিস, ড্রাইভারও তাদের দেখতে পেয়েছিল। যুবক দুটি
তরুণীটিকে সঙ্গে নিয়ে আমি যে ইন্টারক্লাস কামরায় বসেছিলাম, সেখানেই উঠে এল।
মাত্র একটাই তো ইন্টারক্লাস কামরা। মহিলাকে তারা আমার পাশে না বসিয়ে
মুখোমুখি বেঞ্চে বসিয়ে দিল। আমার দিকে চেয়ে একজন যুবক বলল, ‘এই কামরা তো
একেবারেই ফাঁকা, আপনি আপনার স্টেশনে নেমে যাওয়া পর্যন্ত যদি এঁর দিকে খেয়াল
রাখেন তাহলে ভালো হয়।’
মাথা ঝুঁকিয়ে আমি বললাম, ‘একটুও চিন্তা করবেন না, আমি যে
স্টেশনে নেমে যাব, সে পর্যন্ত যদি এই কামরায় উনি থাকেন, ওঁর কোনো বিপদ হবে
না। কিন্তু তার পরের কোনো স্টেশনে যদি ওঁকে নামতে হয়, তাহলে তো আমার করার
কিছু নেই।’
0 comments:
Post a Comment
thank you for your comments