আমাদের চিন্তা বদলাতে হবে
কিছু সময় প্রশ্নের উত্তর পাওয়া জায় না ।/ সময় ও নেই
প্রশ্ন করার আর অপেক্ষা খুব খারাপ  জিনিস তাই
আমরা উত্তর এর জন্য বসে থাকি না । আমাদের ভাবনাতে যে  জিনিস গুলো  আছে  সেই দিয়েই বিচার করে থাকি । আমাদের কাছে প্রতিদিন হাজার  প্রশ্ন আসে আমরা উত্তর সেই হাতে গোনা কিছু  কথা বার বার বলতে থাকি । আমাদের উত্তর শুনবার সময় নেই । অন্নদিকে
নিজের ভবি৯সদ নিয়ে এত  চিন্তা
করি যে মুল কাজ করার সময় ই  পাই না ।  আমার নিজের অভিজ্ঞতার কথা যদি বলি  তাহলে ও সেই একই অবস্তা । কারও কথা শেষ না হতেই উত্তর দিয়ে
দেই  চিন্তা করতে হবে সেটা  মাথায় নেই  আছে  শুধু  নিজের মনের
কিছু গোঁড়ামি । নিজেকে
বড় মানুষ বানাতে হলে নিজের জ্ঞানের যেমন দরকার আছে ।তেমনি সেই জ্ঞান দিয়ে কাজ করারও
দরকার আছে কিন্তু কি করছি নিজে তো জানতে চাচ্চিনা  ঠিক অপরকেও জানাতে  পারছিনা । ক্ষতি আমাদের নিজের ক্যারিয়ার এ অন্নদিকে যারা আমাদের
উপর নির্ভর করে বাচে তাদের কেও সমৃদ্ধি করতে পারছিনা । যারা আমরা শিক্ষকতা পেশায়   যুক্ত আছি তারা  মন থেকে  নিজের মনের
মত করে পরাতে পারছিনা কারন আমাদের ছেলেমেয়েদের জিপিএ দরকার ভালো ফলাফল হলেই হল তাদের
লক্ষ্য ভালো ফলাফল করে  পাবলিক কোন  বিশ্ববিদ্যালয় এ ভর্তি হওয়া তারপর বি সি এস ক্যাডার এই
স্বপ্ন । এটা খুব
খারাপ স্বপ্ন নয় কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে   বহু দূর । কিন্তু আমাদের পড়াশোনার যে মান তাতে খুব দূর এগিয়ে জাওয়ার
স্বপ্ন দেখতে পারি কিন্তু বাস্তবতা ভিন্ন  কথা বলে । আমাদের দেশেই মনে  হয় একমাত্র  দেশ  যে দেশে ইঞ্জিনিয়ারিং পাস করে ইঞ্জিনিয়ার লিখতে লজ্জা
পায় । ডাক্তারি
পাস করে ডাক্তার লিখতে ভয়  পায় । আর যদি
ভয় ই না পেত  তাহলে কেন ইঞ্জিনিয়ারিং এ সে
সাছন্দ  বোধ করেনা  । 
কোণটা আমি ভালো বুঝি কোণটা পরলে মাই আনন্দ পাবো আমি কি হতে চাই সেটাই জানে
না আমাদের  দেশের ৮০%   ছাত্রছাত্রী । পাবলিক এ না পরলে মানুষ কি
ভাববে খারাপ ছাত্রি তাই তারা ভর্তি হয় পাস কিওরে ঠিক  জানা হয় না কিছুই । কি দেবে দেশকে । কিছু দিন আগে একটা জরিপ করা
হয়েছে পাবলিক  বিশ্ববিদ্যালয় এর
স্টুডেন্ট  দের প্রতি মাথাপিছু খরজ ।
এত  টাকা খরজ করে  যদি সরকারি চাকরী বিকল্প কিছু বের না করা
যায়  থাওলে আমাদের স্টুডেন্টদের অর্জিত
জ্ঞান নিয়ে আমাদের ভাবতে হবে ? কি শিখল তারা হয়তো তারা সিখতে পারে নাই হয়তো বা
আমাদের পদ্দতি সমস্যা আছে তাই আমাদের উচিত সেই বিষয় গুলো চিন্তা করে এর সমাধান
বের  করা । আমরা যে  শাখা 
গুলোর দায়িত্তে আছে সেই গুলো নিয়ে গবেষণা করা কিভাবে আরও উন্নতি  করা যায় । আমাদের চিন্তা করতে হবে  দেশকে নিয়ে আমাদের যেহেতু সরকারি চাকরির খুব
বেশি সুজুগ নেই তাই বিকল্প নিয়ে ভাবতে হবে তারা যেন  নুতুন কিছু ভাবতে  পারে । সেই  
নুতুন ভাবনা দিয়েই দেশ এগিয়ে যাবে । সেই আশা থাকবে সবার  কাছে  ।
শেষ  করার আগে  একটা কথা বলে যেতে চাই আমাদের  সাথে বা কিছু সম অয় পরে যারা  স্বাধীনতা 
অর্জন   করেছে তারা আজ আমাদের  চেয়ে উন্নত কিভাবে সেটা সম্ভব । তারা করে
দেখিয়েছে । আমাদের কে   পারতে  হবে। সিঙ্গাপুর এর একটি পলিটেকনিক থেকে তারা যে
টাকা উপার্জন করে সেটা তাদের রাজস্বর একটি অংশ । আমাদের তো অনেক  পাবলিক 
কলেজ ইঞ্জিনিয়ারিং  কলেজ আছে    পলিটেকনিক  আছে কিন্তু আমাদের অর্জন তাদের মত কেন হয় না ।
না হওয়ার  পিছনে আমার যেটা  মনে 
হয়   সেটা হল আমরা দেশকে ভালবাসি না
। যে যে পেশায় আছি ভাবি না কিভাবে ওই জায়গা থেকেই উন্নতি করা যায় । আজ যে যন্ত্র
ব্যবহার করি সেটা কিভাবে ডেভেলপ করা যায় । 
যদি ভাবতাম তাহল এ  আজ আমাদের  এই অবস্থার সম্মুখীন হতে   হতো না । আমাদের উচিত  দেশ কে 
ভালোবাসা । পেশার প্রতি শ্রদ্ধা রেখে কাজ 
করা । যাতে আমি  সরে যাবার পড় যত
দিন জায়গা টি ব্যবহার হবে তত দিন আমার নামটিও থাকে সেই চিন্তা   ভাবনা নিয়ে কাজ শুরু করে সামনে আমাদের সুদিন
আসতে  খুব বেশি  দিন বাকি নেই । সেই শু দিন এর  অপেক্ষায় ....
 
0 comments:
Post a Comment
thank you for your comments