Monday, August 27, 2018

আমার দেখা প্রকৃতি


মানুষের কোন গুনের কারনে মানুষ ভালো মানুষ হয় সেটা আমার ঠিক জানা নেই কেন জানি না ? তার উত্তর দেওয়াটা আমার জন্য অনেক সহজ আমি দেখতেই চাইনি বলে আমি চেয়েছি  সব সময় সেরা হতে , আমি চেয়েছি সব সময় নিজেকে ভালো রাখতে কিন্তু পারিনি সময়ের  বিবর্তন এ আমি হারিয়ে গেছি আমা থেকে   কেও খুজ করেনি আমাকে সেই হারিয়ে যাওয়া আজও আমাকে ভাবায় কেন আমি হারিয়ে গেলাম হারিয়ে গিয়ে আমি হেরে  গেছি সত্যি তবে একটু সান্ত্বনা পেয়েছি সেটা হল আমি  তাদের কেও না বলেই তারা আমাকে ছেড়ে চলে গেছে মনে হয়নি তাদের কেও একজন হারাল তাদের আমি বুঝতে পারছি  তাদের সাথে থেকে আমি তাদের বিরক্ত ই করছি ভালো কিছু তো করতে পারিনি যদি পারতাম থাওলে তো ওরা আমাকে ছেড়ে  চলে যেত না আমি ধরে রাখতে পারিনি তাদের তাই ব্যার্থতাটা  আমারি আমি  সব সময় চাইতাম যে সবার সাথে মিলে মিশে  থাকি পারিনি প্রকৃতি এর স্বভাব আমি বুঝতে পারিনি প্রকৃতি কি করতে পারে সেটা বুঝতেই সময় শেষ হয়ে এল এখন  আর কেও আর আমার  কথা বিশ্বাস ই করে  না আমি হেরেও জিতে যেতে চাই  আমি  আমার থেকে অনেক দূরে চলে যেতে চাই ফিরে আসবনা  এই কথা দিয়ে নয়  আবার আসবো  তবে যখন আসবো প্রকৃতি এর রহস্য বুঝেই আসবো । যাতে আর হারানোর কোন ভয় না থাকে । আমি তাদের দেখাতে চাই আমিই  সঠিক ছিলাম থাকবো কেও আমাকে দূরে ফেলতে পারবে  না ।  প্রকৃতি আমাদের চলার পথা কে সহজ করে দেন নাই আমাদের বিভিন্ন বিরুপ পরিবেশ এর মধ্য দিয়ে যেতে হয় তাই আমাদের সব কিছু সহজ করে ভাব্লে চলবে না আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে আমাদের ভাবনায় অনেক কিছুরই নুতুন্নত আনতে হবে নুতুন্নত  না আনতে পারলে আমাদের অর্জন খুব  বেশি  হবে না  আমাদের সেই দিন এর অপেক্ষায় থাকতে হবে যে দিন আমরা সবাই চলে যাব সেই দিন কে কি বলবে যদি কিছু রেখে যেতে পারি তাহলে  তো ভালো  সবাই ভালো বলবে আমি চলে যাবার পরও আমাদের নাম থাকবে কিছু  মানুষ  আমাকে মনে রাখবে হয়তো কাদবে আর না হয় আফসোস করবে কিন্তু যদি এমন হয় যে আমি কিছু রেখে  যেতে পারলাম  না  তাহলে কিন্ত আমি চলে যাবার সাথে সাথে আমার সব কিছুই চলে যাবে   আমাকে কেও মনে  রাখবেনা আমার  জন্য কেও ই কাদবেনা আমি এ জীবনের মূল্য কি ? শুধু বয়ে যাওয়া সময়ের সাথে তাল মিলিয়ে চলে যাওয়ার নামই  হবে জীবন আসলে  জীবন তো সেটাই যেটা চলে যাবার পরও  উপ্লদ্ধি করা যায় আমি বেচে থাকবো আমার কাজের মাঝে আমার অর্জনগুলো থেকে মানুষ যাতে কিছু শিখতে পারে সেটাই করা হবে জীবনের মুল লক্ষ্য আমাদের প্রতিটি কাজই হোক নিজের উন্নতির জন্য যারা নিজেদের উন্নতি করতে পেরেছে তারাই সফল হয়েছে যাদের বই আমরা পরি তাদের  উন্নতি  করার অভিজ্ঞতা টা পরে আনন্দিত হই তাদের রেখে যাওয়া কর্ম আমাদের অনুপেরনা যোগায় আর আমরা যদি কিছু রেখে যেতে না  পারি তাহলে আমাদের পরে যারা আসবে তাদের কে অনুপ্রেরনা কে দিবে নিজেদের পাশাপাশি আমাদের পরে যারা আসবে তাদের কথা চিন্তা করে আমাদের  কিছু করা দরকার আর সেই কাজ করার ইচ্ছা থেকেই  হয়তো আমাকে কেও মনে রাখবে আমি করতে পারি নাই কিন্তু  কাজ করার রাস্তা টা  তো দেখায় দিতে চেয়েছিলাম আমি পারিনি তো কি হয়েছে আমার পরে কেও তো সেটা খুব সহজ এই পারবে

0 comments:

Post a Comment

thank you for your comments