সুন্দর পরিকল্পনা আমাদের একটি কাজ কে সুন্দর করে তুলতে সাহায্য করে । আমাদের সেই
কাজ করতে হবে যাতে আমি এবং আমার পরের সবাইসেই কাজ
করে জীবনে কিছু করতে পারে । সেই কাজকে বাস্তবায়ন করতে হলে
আমাদের চিন্তা করতে হবে মানুষ যাতে ভাবতে পারে সেই পথটা বানিয়ে দিতে হবে । আমাদের চিন্তা শক্তি নেই বললেই চলে আমারা যেটা ভাবি সেটা তো
সবার
সাথেই মিলে যায় । যার ফলে সফল হওয়া অনেক কঠিন হয়ে যায় । যেমন যদি বলি আমাদের
মাঝে বেশি ভাগ মানুষই চায় চাকরী করবে । সেটা ভালো দিক। তবে এর চেয়েও তো ভালো কিছু হতে পারতো । যেমন আমরা যদি কোন জিনিস নিয়ে
ভাবতে পারি নুতুন কিছু আনতে পারি তাহলে আমরা কিন্তু অএক ভালো একটা অবস্থান এ থাকতে
পারতাম । একদিকে জাতি হিসেবে
অন্নদিকে আমাদের নিজেদের ও উন্নতি হবে ।
আমাদের দেশের অনেক এর এইরকম উদাহরন আছে যারা নিজের ইচ্ছায় একটা নূতন নিয়ে আজ সফল । আমাদের নুতুন কিছু নিয়ে ভাবতে হবে । অনেক এ বলে থাকি
নুতুন কোন আইডিয়া নেই কি নিয়ে ভাববো সব ই তো হয়ে গেছে । কিন্তু অনেক কিছুই বাকি আছে ।

0 comments:
Post a Comment
thank you for your comments