চাওয়া গুলো অনেক বেখাপা হয়ে গেছে। মন ও স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে কিছু আর সে দেখতে পারে না ।সময় তাকে এমন ভাবে আঘাত করেছে যে কিছু দেখার মত মনবল তাহার নাই। জীবন সংগ্রাম এর অনেক সৈনিক আছে যারা সামনে আর কত দিন লড়াই করতে হবে সেটাই জানে না । তাই অনেক সৈনিক ই মনবল হারিয়ে নিঃস্ব কোথায় সাফল্য আর সেটা কত দিন পর ই বা পাওয়া যাবে। আদও সাফল্য বলে কি কিছু আছে। যদি থাকে সেটা কত দূর। আর কত দূর গেলে পাওয়া যাবে সেই সাফল্য জীবনের সৈনিক গুলা ত নিরাশার ভুগছে। এই নিরাশার মাঝে কত দিন সংগ্রাম করে যাবে।
অনেক ভেবছি আজকের দিনের জন্য কোনভাবেই
কেওই প্রস্তুত ছিলাম না তবে আজ যেটা
ঘটেছে সেটা নিজের লাইফ এর সাথে খারাপ একটা কাজ ই হয়ছে।জানি এর জন্য কাওকে দোষ দেবার
পাত্র তুই নস । তারপরও বলতে হয় । কাজটা ভাল হয় নি ।এত
দিনের বন্ধুত্ব এর মাঝে এত সহজ এ এত কিছু ঘটবে ভাবতে পারিনি। জীবন এর বাকে বাকে যে
গল্প থাকে সেটার আরও একটি প্রমান পেলাম। আজকের আগেও তর সাথে দুষ্টামি করেছি অনেক ,
কোনদিন ভাবতে হয় নাই যে কেন? তোর সাথে দুস্তামি করছি। আজ ছোট একটা কাজে দূরত্ব
তৈরি হয়ে গেছে। সেটা হবার কথা ছিল না ।একটা স্কুল ফিরত বাচ্চা তার সমস্থ জীবন এর
দায় ছেঁড়ে খালি হাতে বাসায় যাচ্ছে। পকেটে তার টাকা থাকার কথা না কিন্তু তার অজন
করা চিরকুট তাও নেই তার কাছে। সব হারিয়ে আজ সে নিঃস্ব । একটা বাচ্চা ছেলে জীবন কে
দেখতে চলে এসেছে। জীবন এর সব স্বাদ পুরন হবার নয় সেটা সে জানে কিন্তু আর ভাল কিছু
চাই।

Comments
Post a Comment
thank you for your comments