Sunday, April 29, 2018

Word Ducumnet


আমাদের প্রতিদিন এর কাজ word ducumnet  এ করে থাকি । কেননা  আজকের এই দিনে খুব কম ই আমারা কাগজ কলম ব্যবহার করি কারন কাগজ কলমের চেয়ে কম্পিউটার এ লিখা যেমন সহজ তেমনি ঝামেলাও অনেক কম । আর উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের কম্পিউটার এর জ্ঞান থাকতেই হবে আমাদের স্বপ্ন যদি হয় বিশ্ব  জয় এর তাহলে আমাদের কম্পিউটার জানতেই হবে । আজকের আমরা অনেক পিছিয়ে আছি তার মুলে রয়েছে আমাদের প্রযুক্তি এর কম ব্যাবহার আমারা প্রযুক্তি এর ব্যবহার জানি না বললেই চলে । যেটুকু জানি সব টুকু আমরা ভুল ভাবে ব্যবহার করি । আমাদের দেশের বেশির ভাগ মানুষ ভুল পথে প্রজুক্তি ব্যবহার করে থাকে । word ducumnet এর মাধমে খুব সহজে যেমন লিখা যায় তেমনি পাবলিশ ও করা যায় আমারা কিভাবে আমাদের প্রজুক্তি ব্যবহার করবো সেটা আমাদের উপর ই নিরভর করবে তবে অবশ্যই ভালো পথে আমাদের ব্যবহার করা উচিত। word ducumnet এর সাহায্য   যেমন ডিজাইন করা যায় তেমনি খুব মনোরম ভাবে নিজের সব কিছু উপাস্তাহাপন ও করা যায় ।
একদিকে ছবি থেকে সুরু করে ডিজাইন সব কিছুই করা যায় 
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/9zjHstu7yuI" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

0 comments:

Post a Comment

thank you for your comments