জীবনের অনেক গান সুনলাম অনেক কিছুই হতে চাইলাম যেখানেই যাই সেখানেই স্বপ্ন
দেখি অনেক ভালো কিছু করার কিন্তু আমার স্বপ্ন গুলো যে সবসময় উল্টা হয় সেটা তো আমি
ঞ্জেই জানি আর কেও তো সেটা বুঝবে না কেন? এমন হয় তার কোন কারন আমার জানানাই তবে আশা
করি ভালো কিছু করার পারি না হয়তো আমার পালন কর্তা আমার জন্য এই রকম কিছু রাখে নাই
যে আমি যেটা বলবো সেটাই হবে । আমি দিন দিন কেমন
জানি হয়ে যাচ্ছি অল্প কিছুতেই ক্ষেপে যাই । সব কিছুই
কেমন জানি নিজের দর্শন এর বাইরে দিয়ে যায়
তবে কি আমার দূরদর্শন মিথ্যা আমি যেটার স্বপ্ন দেখি সেটা কোনদিন হবে না । আমি কেন
জানি আর সবার মত করে ভাবতে পারি না । সবাই যেখানে ভালো জিনিস দেখে আমি সেইখআনে
অন্য কিছু দেখি । আমি ই কি সেই শতাব্দী এর সেরা বোকা মানব যে কিনা সব মিথ্যা বলে ।
যার সব চিন্তাই ভুল
Wednesday, April 25, 2018
Subscribe to:
Post Comments (Atom)
what a life
ReplyDelete