যারা অ্যাপ বানাতে চান তাদের জন্য কিছু জিনিস জেনে রাখা খুবই দরকার সেটা হল আমার যখন নুতুন কিছু বানাতে চাই তার জন্য প্রথম এ দরকার আমাদের আইডিয়া আমারা যত বেশি নুতুন জিনিস নিয়ে ভাবতে পারব ততই আমাদের কাজটা সহজ । হবে কারন একজন ডেভেলপার সব সময় নুতুন জিনিস নিয়ে ভাববে এবং নুতুন কিছু করবে এটাই স্বাভাবিক তাই আমাদের সৃজনশীল হতে হবে । এই পেশায় সবাই আসতে চায় কিন্তু খুব কম মানুষ ই পারে তাদের সপ্নগুল কে ধরে রাখতে । আমারা সবাই সবাই কে যদি সাহায্য করি তাহলে খুব সহজ হয়ে যাবে আমাদের আগামি দিনের পথ চলা , আমাদের উন্নত দেশকে অনুসরন করতে হবে । একটা গল্প বলে আজকের লিখা শেষ করব ।
ফিলিস্থান এর মত একটা ছোট দেশ যে দেশ ইউটিউব থেকে অনেক বেশি টাকা ইনকাম করে সেটা কিভাবে সম্ভব । তাদের যে কলেজ গুলো আছে সেই কলেজ এর ছাত্ররা সবাই মিলে একে অপর কে সাহায্য করে সেটা হল সবাই নিজেদের চ্যানেল গুলকে একবার করে প্রতিদিন ভিও করে এই করে তারা তাদের চানেল গুলোর ভিও একদিকে যেমন বাড়ে অন্নদিকে তাদের ইনকাম হয় । ধরুন একটা কলেজ এ ২০০০০ ছাত্র আছে সবাই যদি সবার চ্যানেল এ ভিজিট করে তাহলে অল্প সময় এ ইনকাম করা সম্ভব । আমাদের লক্ষ হবে আমাদের যা আছে তাই দিয়ে দেশকে উন্নত করা । আমাদের ছোট ছোট কাজ ই একদিন আমাদেরকে সাফল্যর চুড়ায় নিয়ে যাবে ...
Wednesday, April 25, 2018
Subscribe to:
Post Comments (Atom)
খুব সুন্দর কথা বলছেন ভাই কিন্তু সবাই তো এক না
ReplyDelete