Monday, February 5, 2024

সংকটে সমাধান কোথায়?


 

বারবার কেন জানি আমরা একটুৃ বেশীই মানুষদের আপন করে ফেলি। পাশের দেশের মানুষের সাথে আমাদের যে সম্পর্ক এটা ভালো থাক সবসময় এটা আমরা চাই তবে নিজের সব দিয়ে কেন? নিজের সার্বভৌম হমুমকির মুখে ফেলে কেন বার বার আমরাই দান করে যাই । সময়ের বেড়াজালে আমাদের অভ্যন্তারীন দন্দ্ব এবং এর সাথে অনেক ঘটনার কারণে যদি নিজেকে বারবার বিপদের দিকে ঠেলে দেই সেটা খুব বেমী ঝুকি বয়ে আনতে পারে । আমাদের সীমান্ত নীতি আমাদের রাস্ট্রীয় নীাতি সব কিছুতেই নিজেদের স্বার্থকে একটু ভেবে দেখা উচিত বলে আমার মনে হয়।রোহিঙ্গা সমস্যায় আমরা এমনিতে জর্জরিত। তার পরে আবার নতুন করে সেই দেশের সেনাদের এইদেশে আশ্রয় দেওয়া আমাদের বিপদকে আরো কঠিন করে তুলবে। আমাদের দুর্বল ও মানবিক পাররাস্ট্রনীতির কারণে আমাদের দেশে কয়েক লক্ষ রোহিঙ্গা আশ্রয় দেওয়া হয় কিন্তু প্রায় ৫ বছর এর উপরে হয়ে গেছে কোন রোহিঙ্গা কে সে দেশে পাঠানোর কোন ব্যবস্থা করা সম্ভব হয়নি । এবার যারা আসছেন তাদের কে নিয়ে সংকট আরো বাড়বে বলে মনে হয়।



0 comments:

Post a Comment

thank you for your comments