Tuesday, February 1, 2022

নিত্য নতুন তরতাজা জ্ঞান

 হেঁটেছি অনেক দূর আরও অনেক দূর যাবার ইচ্ছে আছে । সামনের দিনে কত  টুকু  যেতে পারব জানিনা তবে চলতে পথের বাকে বাকে জে গল্প আছে সেটা লিখে যাবার ইচ্ছে আছে ।  মনের কথা মুখে আনার সহজ কাজ নয় এটা বুঝে গেছি । বয়স বাড়ার সাথে সাথে প্রকৃতি অনেক কিছু শিক্ষা দেয় আমাদের ভাবায় আবার সেই ভাবনার পালে হাওয়া দিয়ে যায়। জিবনের অদ্ভুত কিছু জিনিস আছে জে গুলো একদিকে  যেমন আপনাকে এ তরফা জিবনের  গল্প দিবে তেমনি আবার সেই খারাপ অবস্থা থেকে এমন কিছু ভালো  মুহূর্ত দিবে যেটা ভালো অবস্থা থেকে কোন ভাবেই   চিন্তা করা হত না । প্রতিটি মানুসের চিন্তার এত সুন্দর জে সেটা মানুষ নিজে অই  অবস্থায় না গেলে উপভোগ করা যায়না । সময় অনেক কঠিন যেমন যায় তেমনি সেই  কঠিন রাস্থা কিন্তু সহজ হয়ে পড়ে । সময়ের সাথে সাথে আমাদের অনেক কিছু  দেখা হয় । সেখা হয় কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় হল জে জিনিস গুলো শিখি সে গুলো সামনে এসে পড়লে সহজ  মনে  হয় তাই কষ্টের  কথা মনে হয় । 


0 comments:

Post a Comment

thank you for your comments