Skip to main content

Posts

Showing posts from December, 2025

কিছু কথা

  বাস্তব জীবনে আমাদের কিছু জিনিসের প্রতি যত্নবান হওয়া দরকার। সময়ের সাথে সাথে জীবনের ধাপগুলো পরিবর্তীত হয়ে যায় একারনে নানা রকম অযত্ন অবহেলা এসে জোটে আমাদের মনের মাঝে। ঠিক এটাকে অবহেলা বলা যায়না, কিন্তু অযত্ন বলতে বাধা নেই । সময় গড়ায় সময়ের সাথে পাল্লা দিয়ে নানারকম কিছু পরিবর্তন হয়। ভালো চাকুরী ভালো অবস্থান সমস্ত কিছুর জন্য আমাদের কত কিছূ্ই না করতে হয়।আমরা সমস্ত কিছু্ই করি। নিজের শীরধারা উচু রাখতে এর বিকল্প তো কিছু নেই। সবাই সবার অবস্থান থেকে ভালো রাখতে চায়, আবার ভালো থাকতেও চায়।

আক্ষেপ

  আক্ষেপ কার আক্ষেপ কত বড়? আমাদের চারপাশে রয়ে যাওয়া পরিবেশ এ যারা আছেন কিংবা আছি। এমন কোন মানুষ পাওয়া যাবেনা, যার জীবনের প্রাপ্তি ও অপ্রাপ্তি নিংয়ে কোন আক্ষেপ নেই। একজনের চেয়ে অন্য জনের আক্ষেপ, কস্ট আরো বেশী। এত বেশী যে সমস্ত কিছুর উর্দ্ধে তার সেই আক্ষেপ। জীবন বোধ হয় এমনই সুন্দরের সাথে অসুন্দরের মিলন।যার যত আছে তার তত চাই । তত তার আক্ষেপ। আবার যে যত ফাকিবাজ তার আরো ফাকি দেবার সুযোগ চাই। তার সেই ফাকি দেবার সুযোগ হচ্ছে না বলে আক্ষেপ এর অন্ত নেই । আমরা যারা বিভিন্ন সময়ে নীতি বাক্যর কাছে দিয়ে যাই। তারাও কিন্তু ঠিক সময়ের অপেক্ষায় থাকি। নীতি নৈতিকতা সমস্ত কিছুই শুধুমাত্র নিজের জন্য। নিজের বাইরে গেলে সব কিছুই মলীন হয়ে যায়। যাদের চোখ থাকতে বিভিন্ন কিছু দেখার সুযোগ হয়না তারাই বার বার নিজের হয়নি বা নিজের সাথে মেলেনি বলে গলার স্বর উচু করতে থাকেন। তারা ভুলে যান তাদের কতর্ব্য কিংবা চাওয়াটাই ভুল ছিল।সত্য বলতে ভূলের সাথে বসবাস করে ভূলকে ধরা তো সহজ কথা নয়। আমাদের মনের ভিতরে যে বড় রকমের ঝামেলা চলছে সেটা খুজে বের করাও প্রায় অসম্ভব। আল্লাহ এর বানীতে তিনি উল্লেখ করেছেন যারা নিজেদের অজ্ঞ বানিয়েছেন তা...