বাস্তব জীবনে আমাদের কিছু জিনিসের প্রতি যত্নবান হওয়া দরকার। সময়ের সাথে সাথে জীবনের ধাপগুলো পরিবর্তীত হয়ে যায় একারনে নানা রকম অযত্ন অবহেলা এসে জোটে আমাদের মনের মাঝে। ঠিক এটাকে অবহেলা বলা যায়না, কিন্তু অযত্ন বলতে বাধা নেই । সময় গড়ায় সময়ের সাথে পাল্লা দিয়ে নানারকম কিছু পরিবর্তন হয়। ভালো চাকুরী ভালো অবস্থান সমস্ত কিছুর জন্য আমাদের কত কিছূ্ই না করতে হয়।আমরা সমস্ত কিছু্ই করি। নিজের শীরধারা উচু রাখতে এর বিকল্প তো কিছু নেই। সবাই সবার অবস্থান থেকে ভালো রাখতে চায়, আবার ভালো থাকতেও চায়।