Saturday, December 18, 2021

কি হচ্ছে বুঝতে পারিনা

 

যত বার ই  নতুন কিছু শুরু  করেছি অনেক আশা নিয়ে শুরু করেছি । আবার নতুন  জিনিসটি পুরাতন হবার সাথে সাথে আগ্রহ কমে গেছে । ঠিক হিসেব করলে কোন কিছুরই  হিসেব নেই । কি করেছি আর কি কি করতে চেয়েছিলাম । একটা সময়  নিজেকেই আবিষ্কার করতে পারতাম না । দিন যত যাচ্ছে মনোযোগ এর সাথে মন সংযোগ এর একটা ঘারতি দেখা  যায় । অনেক সময় বুঝতে পারি তবে বুঝতে পেরেও কোন লাভ নেই । কারন বুঝতে পারার সাথে ভুলতে পারার যে  প্রতিযোগিতা সেখানে বরাবরই ভুলে যাওয়াই জিতে গেছে ।তাই হয়তো যেটা শুরু করতে গিয়ে অনেক কিছু ভেবেছিলাম ঠিক তার উল্টো টাই পেয়েছি ।মনের সাথে ভাবনার মিল না করতে পারার জন্যই হয়তো সবাই নিজের থেকে অনেক দূরে থাকি । মাথায় অনেক কথা খেলা করে বলতে ইচ্ছে করে কিন্তু বলবার মত ত কেও নেই । আর জদি বলেন লিখে রাখতে সেটা করা সম্ভব নয় কেন? এর উত্তর ভুলে যাবার ক্ষমতা অনেক বেশি  তাই। সামনে নতুন মিশন কিন্তু এইবার তেমন কিছুই অনুভুতি  হচ্ছে না । এর উত্তর নেই আমার কাছে । হয়তো বয়স বাড়ার সাথে সাথে অনুভুতি থাকতে নেই বা থাকেনা । এর আগের কাজ বা সময় নিয়ে অনেক আশা থাকত এইবার আশা ছাড়া নতুন কাজে মনোযোগ দিতে চাই দেখি কোন অনুভুতি বা ভালো মুহূর্ত পাই কিনা ।

0 comments:

Post a Comment

thank you for your comments