Monday, June 4, 2018

অনুভূতির আলোড়ন


আমার সামান্য দূরেই একটা সাদা মোমবাতি জ্বলছে। সামান্য বাতাসের জাপটা এসে মোমের শিখা টা একটু দুলিয়ে দিয়ে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে। বছরের এই সময়টায় সাধারণত বৃষ্টি হয় না। আজ হচ্ছে।ঝুম বৃষ্টি। টিনের চালে বৃষ্টি পরার শব্দ হচ্ছে। এ শব্দগুচ্ছ যেন আমার সমস্ত আনুভূতি ইন্দ্রিয় কে ছুঁয়ে যাচ্ছে। আমার সামনে রাখা মোমবাতিটা ক্রমেই ফুরিয়ে যাচ্ছে। মানুষের জীবনটা ও যেন মোমের মত। জ্বলেই ফুঁড়িয়ে যায়। থেকে যায় কিছু সৃতি, স্বপ্ন, ভালোবাসা, আর ভালোবাসার মানুষ গুলো।
মোমটা ফুঁড়িয়ে গেল। ঘরটা আঁধারে ঢাকে গেল। হাতের কাছেই সদ্য কেনা মোবাইল নামক বার্তা যন্ত্রটি আছে। চাইলেই আলো জ্বালানো যায়। কিন্তু জ্বালাতে ইচ্ছা করছেনা। কখনো কখনো অন্ধকার ভালো লাগে। অন্ধকার আছে বলেই মানুষ আলোর প্রয়োজনীয়তাটা আনুভব করে। আজ না হয় অন্ধকারেই থাকি।
পাশের পুকুরপাড় থেকে ব্যাঙ ডাকার শব্দ আসছে। বিদ্যুৎ চমাকচ্ছে। একটা কুকুর দরজার সামনে আশ্রয় নিয়েছে। অন্ধকারে সব অদ্ভত সুন্দর লাগছে।
পকুরপাড়ের পাশে একটি কাঁচা রাস্তা। রাস্তা দিয়ে সামান্য একটু এগুলেই রেল লাইন । রেল লাইন ধরে বাঁ দিকে কিছুটা এগুলেই একটা পুল। পুল পার হলেই দেখা যায় একসারি সেগুণ গাছ মাথা উঁচু করে দারিয়ে আছে। তার পেছনর দিকটায় একটি বাড়ি। রূপাদের বাড়ি।
রূপাকে প্রথম কবে দেখেছিলাম? মনে করতে পারছিনা। স্মৃতি গুলো জাপসা হয়ে আসছে।
আজ থেকে সম্ভবত তিন বছর আগে, ফুঁপির হলুদ অনুষ্ঠান চলছে। আমি তথন মাত্র সিগারেট খাওয়া শিখেছি। সিগারেট খাওয়ার জন্য আসর থেকে বের হয়ে পুকুর পাড়ে আসেছি। প্যাকেট থেকে সদ্য উন্মুক্ত হওয়া বেনসন এন্ড হেডস টা মাত্র জ্বালিয়েছি আর বৃষ্টি শুরু হলো। কিছু বুঝে উঠার আগেই ভিজে চুপসে গেলাম। কি করব বুঝতে না পেরে ভেজা বেনসনটা হাতে নিয়ে বসে রইলাম।
একটু দূরে একটা আলোক রেখা দেখা যাচ্ছে। কেউ একজন হাতে হারিকেন নিয়ে এদিকেই আসছে। নূপুরের রিন রিন শব্দও পাচ্ছি। আরেকটু কাছে আসায় অবয়ব টা স্পষ্ট হল। একটা মেয়ে। মেয়েটি আরো কাছে আসলো। হ্যারিকেনের মৃদু আলোতে তাকে দেখলাম। হলুদ একটা শাড়ি পরেছে সে। হাতের কাঁচের চুড়ি গুলো ক্রমাগত বেজেই চলছে। টানাটানা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠোঁটের উপর সামান্য বৃষ্টির ছটা পরেছে। মাথায় একটা কালো ছাতা ধরে রেখেছে। মনে হচ্ছে রূপকথার কোনো গল্প থেকে উঠে আসা হলুদ একটা পরী। ও পরী একটা মানুষ এত সুন্দর হয় কি করে?
আমি তাকিয়ে আছি অপলক দৃষ্টি তে।
আমার অনেকটা কাছে আসে অভিমানের সুরে বলল, এই যে এখানে একা বসে ভিজছেন কেন?
ঃ আ আ আম আমি আসলে
কিছুই বলতে পারলাম না। গলা শুকিয়ে গেছে। জল দরকার অনেখানি।
বুজেছি। ভেজার ভুত চেপেছে? আসুন আমার সাথে। উঠুন। বলেই আমার হাত ধরল।
তার হাতের উষ্ণতা আনুভব করলাম। মনে হল এর চেয়ে সুন্দর অনুভূতি কি থাকা সম্ভভ? হয়ত না।
আমি হলুদ পরীকে অনুসরন করছি। সে আমাকে উঠোন পর্যন্ত নিয়ে আসলো। বলল যান এবার ঘরে গিয়ে শুকনো কাপড় পরে নিন। নাহয় ঠাণ্ডা লেগে যাবে।
সে চলে যাচ্ছে আমাকে একা করে। আমি নিঃচুপ দাড়িয়ে আছি। আমার বুক ফেটে যাচ্ছে তাকে বলার জন্য, তুমি আমাকে একা ফেলে যেওনা পরী।তোমাক ছাড়া যে আমি অসহায়। কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। কথা গুলো বুকেই জমা রইল। কণ্ঠনালী দিয়ে উন্মুক্ত হল না।
আজও সে এসেছিল। জিজ্ঞাসু চোখে তাকিয়ে ছিল আমার দিকে অনেকটা সময় জুড়ে। একফোঁটা জল ও গড়িয়ে পরেছিল তার গাল বেয়ে।
আজও আমি কিছুই বলতে পারিনি। আমি বলতে পারিনি তোমার গাল বেয়ে পরা জলকণার মূল্য যে আমার প্রান পাখিটার সমান।
আজও রুপা হলুদ্ শাড়ি পরেছে। আজও বৃষ্টি হচ্ছে। ঠিক সেদিনের মত।
আমার দৃষ্টি যাপসা হয়ে যাচ্ছে। আনুভূতি গুলো মলিন হয়ে আসছে। বলতে ইচ্ছা করছে বিদায় রুপা। তুমি ভালো থেকো।
জীবনে আমরা সবাই সফল হতে চাই। নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হতে চাই নিজ নিজ ক্ষেত্রে। জীবনে সফল হতে হলে কিছু জিনিস সবার থেকে একটু আলাদা ভাবে ভাবতে প্রয়োজন হয়যা আমরা সাধারনত মানুষের গুনাবলি বলে থাকি।এই গুণাবলি যাদের মধ্যে বিদ্যমান তারা তো সফলতার বিশুদ্ধ জলে সিক্ত হবেনই। নিম্নে সফল হবার জন্য বা সফল হবার নেশায় যারা বিভর তাদের চিন্তাধারা বা তাদের কিছু টিপস আলোচনা করা হল।
*** সফল ব্যক্তিরা কাজে নামেন সর্বাত্মক ভাবে এবং নিজেকে উজাড় করেঃ আন্তরিকতা ও নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি তা না থাকে, তবে আমরা কখনোই আমাদের কাজে সফল হতে পারব না। আত্মবিশ্বাস, ভালোবাসা ও সৎ সাহস—এই তিনটি জিনিস বাড়ে, যখন মানুষ নিজেকে উজাড় করে দিয়ে সফলতার দিকে এগিয়ে যায়। সফল ব্যক্তিরা জানে নিজেকে উজাড় করে দিয়ে সামনের দিকে না হাঁটলে কখনো সফলতা আসে না। আর এই সর্বাত্মক ভাবে কাজে নামার জন্য দরকার আমাদের ইতিবাচক চিন্তাধারা।কাজ শুরুর আগে তারা মনে করে, প্রথম ধাপেই ভালো কিছু হবে। নেতিবাচক চিন্তাকে মোটেই প্রশ্রয় দেয় না তারা। তারা বিশ্বাস রাখে কাঙ্খিত লক্ষ্যে না পৌঁছানোর কোনো কারনই নেই।
*** সফলতা না আসা পযন্ত তারা চেষ্টা চালিয়ে যায়- বাঁধা ,বিফলতা তাদের দামিয়ে রাখতে পারে নাঃ বাস্তব জীবনে সফল হতে কে না চায়। এর জন্য তারা জীবন ভর পরিশ্রমও করে যায়। কিন্তু এ পরিশ্রমটি যদি ভূল পথে হয় তাহলে কঠোর পরিশ্রম করলেও তা অর্থহীন। আমাদের লুকায়িত শক্তি অর্জনে , সুপ্ত প্রতিভা জাগ্রত করনে আমাদের প্রতিটি বিষয়ে চেষ্টা করতে হবে , হতে হবে অধ্যবসায়ী । যে কোন শক্তি অর্জনে আমাদের ঐ শক্তি অর্জনের লক্ষ্যে প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে । তবেই হবে , হওয়া যাবে সেই চেষ্টায় সফল।যথেষ্ট মেধা এবং দক্ষতা থাকা সত্ত্বেও গৌরবময় ক্যারিয়ার গঠনের নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে বর্তমান অবস্থা মেনে নিয়ে আরও চেষ্টা সাধনা করাটাই অধিকতর যৌক্তিক।হতাশা থেকে মানুষের মধ্যে আস্তে আস্তে নিজের উপর অনাস্থা বৃদ্ধি পেতে থাকে।নির্দিষ্ট সময়ে কাঙ্খিত অবস্থানে পৌছাতে না পারলেও হাল ছেড়ে দেওয়াটা চরম বোকামি। বরং বারবার প্রচেষ্টা এবং অধ্যাবসায় একজনকে পৌছে দিতে পারে সাফল্যের স্বর্নশিখরে।এক্ষেত্রে ধৈর্য্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাই। মহামনীষিদের মূল মন্ত্রই ছিল চেষ্টা এবং অধ্যাবসায়।এই মন্ত্র বুকে ধারণ করে এগিয়ে যায় সফলতা অর্জনে ব্যাকুল ব্যাক্তিরা।
*** সফল ব্যাক্তিরা কখনো অভিযোগ করে না।সব পরিস্থিতি মোকাবেলা করে হাসি মুখেঃ অনেকেই নিয়তী কিংবা প্রকৃতিকে দোষারোপ করে থাকেন। কোন অবস্থাতেই প্রকৃতির সাথে বিবাদে লিপ্ত হওয়া কাঙ্খিত নয়।কোনরকম অধ্যাবসায় না করে শুধুমাত্র নিয়তীর উপর ভরসা করে বসে থাকলে যেমন সফল হওয়া যায় না, তেমনি একমাত্র চেষ্টা সাধনার মাধ্যমেও সফলতা লাভের কোন নিশ্চয়তা নেই।চেষ্টা সাধনার পাশাপশি সর্বাবস্থায় প্রয়োজন নিয়তীর উপর নির্ভর করা। তাতে পরিপূর্ণ সফলতা না আসলেও ভেঙ্গে পড়ারা কোন সম্ভবনা থাকে না। বরং নতুন উদ্যমে নতুন করে শুরু করার তীব্র সাহস জাগ্রত হয় মনে।সফলতা লাভে নিজের ইচ্ছা-অনিচ্ছার সাথে সাথে সমাজের অবস্থা এবং সময়ের দাবীর প্রতি লক্ষ্য রাখাটাও অত্যন্ত জরুরী।সমকালীন সময়ে প্রচলিত ধারাকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। তাইতো সফল ব্যাক্তিরা কখনো অভিযোগ করে না।সব পরিস্থিতি মোকাবেলা করে হাসি মুখে।
*** সফল ব্যাক্তিরা অন্য সফল মানুষদের অনুসরণ করেঃ সফল ব্যক্তি কিংবা গোষ্ঠি অতীত নিয়ে নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে জীবন যাপন করে। যে ব্যক্তি, গোষ্ঠি কিংবা জাতি অতীত আকড়ে বাচতে চেয়েছে, তারা ব্যর্থতার তলানীতে নিক্ষিপ্ত হয়েছে। তবুও অতীত ভুলে যাওয়ার কোন সুযোগ নেই। বরং সাফল্যমন্ডিত অতীত থেকে অনুপ্রেরনা এবং অতীত থেকে শিক্ষা নেওয়াটাই হতে পারে ভবিষ্যত সাফল্যের অন্যতম চাবিকাঠি। অর্থাৎ অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কাজে লাগাতে হবে সুন্দর ভবিষ্যত গড়ার উদ্দেশ্যে। এক্ষেত্রে সফল ব্যাক্তিদের অনুসরণ টা প্রভাবক হিসেবে কাজ করে । তাইতো আজ যারা প্রতিষ্ঠিত তাদের পিছনে অদৃশ্য হয়ে কাজ করেছে অন্য প্রতিষ্ঠিত ব্যাক্তিদের অনুপ্রেরণা।
*** সফল ব্যাক্তিরা দুইটি জিনিষের ওপর কখনো আশা হারায় না, একঃ নিজের ওপর আস্থা, দুইঃ নিজের স্বপ্নঃ

 
জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজের আত্নবিশ্বাসের জায়গাটি আরও বাড়িয়ে তুলে সফল ব্যাক্তিরা। নিজেকে এমন ভাবে তৈরি করে যেন সবসময় তাদের আত্নবিশ্বাসী দেখায়।যখন আত্নবিশ্বাস সম্পর্কে কেউ নিজেকে ভালভাবে জানে তখন সহজাতভাবে নিজের আত্নবিশ্বাসের জায়গাটি আরও বেশি মজবুত হয়ে যায়।এটি এক জাদুকরি শক্তি যা নিজের কর্মকাণ্ড এবং নিজের শক্তি-সামর্থের ওপর আস্থা ও বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। বলা হয়- আত্মবিশ্বাসই সফলতার মূল শর্ত।আত্মবিশ্বাসীরা নিজের স্বপ্ন পূরণে ব্যাকুল থাকে সবসময়। হোক তা সময় সাপেক্ষ তারপর ও নিজের স্বপ্নে থাকেন অটুট ও এগিয়ে যান আপন গতিতে। সম্মান করেন নিজের মনে পুষে রাখা স্বপ্নটুকু কে । জাগ্রত হওয়ার অনুপ্রেরণা পান এই স্বপ্ন থেকেই।
*** সফল ব্যাক্তিরা সব সময় নিজের যত্ন নেনঃ পুষ্টিকর খাবার,নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত বিশ্রাম সফল ব্যাক্তিদের সবসময় সচল রাখেঃপুষ্টিকর খাবার আমাদের দেহ ভালো রাখে। তাছাড়া নিয়মিত শরীরচর্চা ও বিশ্রাম আমাদের মনকে সতেজ রাখে । সব কাজের ফল শূন্য যদি আমাদের শরীর সাঁয় না দেয়। তাইতো বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকল সুখের মুল। সফল ব্যাক্তিরা সবসময় নিজের প্রতি যত্নবান থাকেন। তাদের সাফল্যর অন্যতম কারন সুস্থতা।
*** সফল ব্যাক্তিরা মাঝখানে থামে,বুক ভরে নিঃশ্বাস নেয় এবং পুনরায় কাজ শুরু করেঃ ভালো ফল পেতে হলে কোনো কাজ করার আগে লক্ষ্য নির্ধারণ করা দরকার। আরো দরকার নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা। একজন সফল ব্যাক্তি শুধু কিছু কাজই সম্পাদন করেন না। বরং সব সময় সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে মনযোগী হন।

3 comments:

  1. অনেক সুন্দর একটা পোস্ট ছিল তাই পোস্ট করলাম এটা আমার নিজের লিখ না সংগ্রহ করা

    ReplyDelete

thank you for your comments